Saturn-Mars Conjunction 2024: শনি-মঙ্গলের মিলনে তিন যুগ পর তৈরি হচ্ছে বিপজ্জনক যোগ! চরম বিপদ আসন্ন এই ৩ রাশির

Feb 08, 2024 | 7:21 PM

Zodiac Signs: কখনও মিত্র দুই গ্রহের মিলনের প্রভাব পড়ে, আবার শত্রু দুই গ্রহ একসঙ্গে মিলিত হয়ে রাশিচক্রের উপর দারুণ প্রভাব বিস্তার করে। জ্যোতিষশাস্ত্র মতে, চলতি বছরের মার্চ মাসে একই রাশিতে দুটি শত্রু গ্রহ মিলিত হতে চলেছে। যার প্রভাব বেশ মারাত্মক হতে চলেছে। কোন রাশির ভাগ্যে বিপদ আসন্ন তা এখন থেকে জেনে নেওয়া উচিত। 

Saturn-Mars Conjunction 2024: শনি-মঙ্গলের মিলনে তিন যুগ পর তৈরি হচ্ছে বিপজ্জনক যোগ! চরম বিপদ আসন্ন এই ৩ রাশির

Follow Us

সব কিছুরই ভাল ও মন্দের দিক রয়েছে। গ্রহ-নক্ষত্রের রাশি পরিবর্তনের প্রভাবেও আসতে পারে ইতিবাচক ও নেগেটিভ। সময়ের রীতি মেনে প্রতিটি গ্রহ-নক্ষত্র রাশি পরিবর্তন করে থাকে। কখনও মিত্র দুই গ্রহের মিলনের প্রভাব পড়ে, আবার শত্রু দুই গ্রহ একসঙ্গে মিলিত হয়ে রাশিচক্রের উপর দারুণ প্রভাব বিস্তার করে। জ্যোতিষশাস্ত্র মতে, চলতি বছরের মার্চ মাসে একই রাশিতে দুটি শত্রু গ্রহ মিলিত হতে চলেছে। যার প্রভাব বেশ মারাত্মক হতে চলেছে। কোন রাশির ভাগ্যে বিপদ আসন্ন তা এখন থেকে জেনে নেওয়া উচিত।

কন্যা রাশি: এই রাশিতে শনি ও মঙ্গল গ্রহের মিলন খুব বিপজ্জনক প্রভাব ফেলতে চলেছে। গাড়ি চালালে সাবধানে চালান, সতর্ক থাকুন। বেশি গতিতে গাড়ি চালাবেন না। দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে এই সময়। আর্থিক অবস্থাও খারাপ হতে পারে আপনার। পরিবারের একজন সদস্যের স্বাস্থ্যও খারাপ হতে পারে। আচরণে ভারসাম্য বজায় রাখুন।

বৃশ্চিক রাশি: বৃশ্চিক রাশিতে শনি ও মঙ্গলের সংযোগে নেতিবাচক প্রভাব পড়তে চলেছে। নতুন কোনও কাজ করা থেকে বিরত থাকতে হবে এই সময়। ব্যবসা শুরু করতে চান তাহলে আরও একটু সময় অপেক্ষা করুন। তাড়াহুড়ো করে কোনও কাজ করবেন না। কাজের সূত্রে বাইরে যেতে হতে পারে। সেই যাত্রা খুবই ক্ষতিকর হতে চলেছে। মায়ের স্বাস্থ্যের অবনতি হতে পারে।

মীন রাশি: রাশিচক্রের শেষ রাশি ইতিমধ্যেই সাড়ে সতীর প্রভাবে প্রভাবিত। মঙ্গল ও শনির মিলন মীন রাশির জাতকদের জন্য খুব খারাপ প্রভাব নিয়ে আসতে চলেছে। পুরনো কোনও কঠিন রোগ ফিরে আসতে পারে। মানসিক চাপও দেখা দিতে পারে এই সময়। ব্যবসায় অর্থ বিনিয়োগ এড়িয়ে চলুন।বিনিয়োগ করলে ক্ষতির সম্মুখীন হতে পারেন। কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না। রাগ নিয়ন্ত্রণ করুন। স্ত্রীর সঙ্গে মতবিরোধ হতে পারে ছোটখাটো বিষয় নিয়ে।

Next Article