Shani Dasha 2024: নতুন বছরেও শনির কোপ থেকে রেহাই পাবেন না এই ৫ রাশি!

Zodiac Signs: জ্যোতিষশাস্ত্র আগামী বছরটা কেমন কাটবে তার কিছুটা আভাস দিয়েছেন। জ্যোতিষীদের মতে, নতুন বছরেরও শনির প্রভাব থাকবে বজায়। যার জেরে বেশ কিছু রাশির উপর শনির দশার উপর পড়বে অশুভ প্রভাব। দীর্ঘদিন ধরেই রয়েছে, আগামী বছরেও শনি সেই রাশির পিছু ছাড়বে না। সামনে রয়েছে কঠিন চ্যালেঞ্জ। 

Shani Dasha 2024: নতুন বছরেও শনির কোপ থেকে রেহাই পাবেন না এই ৫ রাশি!
Follow Us:
| Edited By: | Updated on: Nov 21, 2023 | 6:37 PM

আর মাত্র একটি মাস। তারপরেই শুরু হবে একটি নতুন বছর। আগামী বছরকে স্বাগত জানাতে তোড়জোর শুরু হল বলে। আগামী বছরটা কেমন কাটবে, হাতে প্রচুর টাকা-পয়সা আসবে কিনা, তা জামার জন্যও মুখিয়ে রয়েছেন অনেকে। তাই জ্যোতিষশাস্ত্র আগামী বছরটা কেমন কাটবে তার কিছুটা আভাস দিয়েছেন। জ্যোতিষীদের মতে, নতুন বছরেরও শনির প্রভাব থাকবে বজায়। যার জেরে বেশ কিছু রাশির উপর শনির দশার উপর পড়বে অশুভ প্রভাব। দীর্ঘদিন ধরেই রয়েছে, আগামী বছরেও শনি সেই রাশির পিছু ছাড়বে না। সামনে রয়েছে কঠিন চ্যালেঞ্জ।

জ্যোতিষশাস্ত্র অনুসারে, শনিদেব হলেন ন্যায়ের দেবতা। কর্মের ভুলের ফল ভোগ প্রদান করেন এই রাগী দেবতাই। জ্যোতিষীদের মতে, ২০২৪ সালে ৫ রাশির উপর শনির সাড়েসাতি দশা ও ধাইয়া বজায় থাকবে। শনির কুনজর থেকে রেহাই পাবেন এই রাশির জাতকরা। বর্তমানে শনি সরাসরি কুম্ভ রাশিতে অবস্থান করছে। শনি যখন সরাসরি অবস্থানে থাকে, তখন এর প্রভাব বিশেষভাবে পড়ে বলে মনে করা হয়।

কর্কট রাশি: এই রাশির জাতক-জাতিকাদের উপর শনিদেবের প্রভাব ২০২৪ সালের শেষ পর্যন্ত বজায় থাকবে। এই কারণে কর্কট রাশির জাতক জাতিকাদের যে কোনও ঝুঁকিপূর্ণ কাজ করা থেকে বিরত থাকতে হবে। শনি কর্কট রাশির অষ্টম ঘরে প্রবেশ করছে। গোটা বছর মৃত্যুভয় তাড়া করতে পারে আপনাকে। জীবনে ও কাজের ক্ষেত্রে ছোট ভুল বড় ক্ষতির কারণ হতে পারে।

বৃশ্চিক রাশি: এই রাশির জাতক জাতিকাদের উপর শনিদেবের ধইয়ার প্রকোপ ২০২৪ সালের শেষ পর্যন্ত থাকবে। এই সময় গাড়ি চালানোর সময় সতর্কতা অবলম্বন করুন। জমি, বাড়ি ও গাড়ি নিয়েও সতর্ক থাকুন। তাড়াহুড়ো করে কোনও বড় সিদ্ধান্ত নেবেন না। সঙ্কট কাটাতে হনুমানজির আরাধনা করতে পারেন।

মকর রাশি: এই রাশির জাতক জাতিকাদের জন্য শনির সাড়ে সাতি দশার অবস্থা চলছে। তাই ২০২৪ সালেও শনির কঠিন সময়ই কাটাবেন। এই সময় কেউ অসুস্থ হলে তার পাশে থাকুন। সেবা করুন। এছাড়াও হনুমানজির প্রতি আগ্রহ বাড়বে, রোজ পুজো করতে পারেন।

কুম্ভ রাশি: এই রাশির জাতকরাও শনির সাড়ে সাতি দশা দ্বারা প্রভাবিত হয়। ২০২৪ সালে শনির সাড়ে সাতি দশা অব্যাহত থাকবে। এই সময়ে শনিদেবকে খুশি করার জন্য অবশ্যই শনি স্তোত্র পাঠ করা উচিত। কারওর সঙ্গে ঝগড়া বা বিবাদ থেকে দূরে থাকুন।

মীন রাশি: এই রাশির জাতকরাও শনির সাড়ে সাতি দশা দ্বারা প্রভাবিত। ২০২৪ সালে শনির সাড়ে সাতির প্রথম পর্ব চলবে। এ কারণে অনেক সমস্যায় পড়তে হতে পারে আপনাকে। সতর্ক থাকুন আগেভাগে। হনুমানের পুজো করা উচিত।