Terrorist Killed: ভারতে ঢুকতে গিয়ে সেনার গুলিতে খতম এক জঙ্গি, পালিয়ে বাঁচল বাকিরা

Jammu and Kashmir: বুধবার রাতে জম্মু ও কাশ্মীরের কুপওয়াড়া এলাকার সৈইদপোরা এলাকা দিয়ে অনুপ্রবেশের চেষ্টা চালায় জঙ্গিরা। সেই চেষ্টায় ভেস্তে দিল ভারতীয় সেনা।

Terrorist Killed: ভারতে ঢুকতে গিয়ে সেনার গুলিতে খতম এক জঙ্গি, পালিয়ে বাঁচল বাকিরা
ফাইল ছবি।
Follow Us:
| Edited By: | Updated on: Feb 16, 2023 | 1:41 PM

কুপওয়াড়া: ফের জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করল ভারতীয় সেনাবাহিনী। বুধবার রাতে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা দিয়ে জম্মু ও কাশ্মীরে অনুপ্রবেশের চেষ্টা চালায় এক দল জঙ্গি। কিন্তু ওই এলাকায় তৎপর ছিল সেনাবাহিনীর জওয়ানরা। জঙ্গিদের অনুপ্রবেশের বিষয়টি বুঝতেই গুলি তা দমনে নামেন জওয়ানরা। সেনাবাহিনীর হাত থেকে বাঁচতে গুলি চালাতে থাকে জঙ্গিরা। পাল্টা দেন নিরাপত্তারক্ষীরাও। শুরু হয় গুলির লড়াই। সেই গুলির লড়াইয়ে এক জঙ্গির মৃত্যু হয়েছে। তবে বাকি জঙ্গিদের অবনুপ্রবেশের চেষ্টাও ব্যর্থ হয়েছে। বুধবার রাতে জম্মু ও কাশ্মীরের কুপওয়াড়া এলাকার সৈইদপোরা এলাকা দিয়ে অনুপ্রবেশের চেষ্টা চালায় জঙ্গিরা। সেই চেষ্টায় ভেস্তে দিল ভারতীয় সেনা।

ফের জঙ্গি অনুপ্রবেশ ব্যর্থ করল সেনা ও পুলিশ। সীমান্ত পেরিয়ে জম্মু ও কাশ্মীরের কুপওয়াড়া এলাকায় ঢোকার চেষ্টা করে জঙ্গিরা। জঙ্গিদের অনুপ্রবেশের ব্যাপারে সতর্ক ছিল নিরপত্তারক্ষীরা। জঙ্গিদের উপস্থিতি টের পেয়েই গুলি চালায় পুলিশ। জঙ্গিরাও গুলি চালায়। এই গুলির লড়াইয়ে এক জঙ্গির মৃত্যু হয়েছে। বাকিরাও অনুপ্রবেশে সফল হয়নি। এই ঘটনায় নিরাপত্তারক্ষীদের কেউ আক্রান্ত হননি বলে জানা গিয়েছে।

বুধবার রাতের এই ঘটনা নিয়ে টুইট করেছে কাশ্মীর জোন পুলিশ। সেই টুইটে লেখা হয়েছে, “রাতে টহলদারি চালাচ্ছিল নিরাপত্তারক্ষী। গোপন সূত্রে খবর ছিল। তার ভিত্তিতেই নজরদারি কড়া করেছিল সেনারা। সৈইদপোরা এলাকায় জঙ্গি দল অনুপ্রবেশের চেষ্টা চালালে বাধা দেয় সেনা ও পুলিশের যৌথ দল। সেখানে এখনও তল্লাশি চালানো হচ্ছে।”

দিন কয়েক আগেই পুলিশ বেশ কয়েক জন মাদক কারবারিকে আটক করে। সীমান্ত পেরিয়ে আসা মাদক এ দেশের ছড়িয়ে দেওয়া ছিল লক্ষ্য। সেই চেষ্টাও ব্যর্থ করে পুলিশ। মাদক পাচারের অভিযোগে চার জনকে গ্রেফতারও করা হয়। তাঁদের থেকে ব্রাউন সুগার, গাঁজা, চরস সহ ২৫ লক্ষ টাকা নগদ উদ্ধার করেছিল পুলিশ।