AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bihar: ১০০ কোটির রাস্তায় ছুটছে না গাড়ি! দৈত্যের মতো দাঁড়িয়ে গাছ

Bihar: রাস্তার ধারে গাছ কাটতে চেয়ে সড়ক দফতর বন দফতরের কাছে দ্বারস্থ হতেই তারা শর্ত দেয় বনভূমির জন্য ১৪ হেক্টর জমি দিতে হবে। যা জেলা প্রশাসন দিতে পারে না। ফলত, বন দফতরও গাছ কাটার অনুমতি দেয় না।

Bihar: ১০০ কোটির রাস্তায় ছুটছে না গাড়ি! দৈত্যের মতো দাঁড়িয়ে গাছ
রাস্তাতেই দাঁড়িয়ে গাছImage Credit: X
| Updated on: Jun 30, 2025 | 7:22 PM
Share

পটনা: দুই পাশে তাকালেই চোখে পড়বে সারি সারি গাছ। মাঝে খানাখন্দহীন মসৃণ রাস্তা। এ যেন স্বর্গ। সম্প্রতি ১০০ কোটি টাকা খরচ করে এই সড়ক নির্মাণ করেছে বিহার প্রশাসন। যা তৈরি হয়েছে রাজধানী পটনা থেকে ৫০ কিলোমিটার দূরে জহানাবাদে। মূলত পটনা-গয়া সড়ক সম্প্রসারণের উদ্দেশ্যে এই রাস্তা তৈরি করেছে রাজ্য সরকার।

কিন্তু তারপর রাস্তা দিয়ে যাচ্ছে না একটা গাড়ি। দীর্ঘদিন ধরে ফাঁকা পড়ে রয়েছে সড়ক। যারা পথভ্রষ্ট হয়ে ঢুকে পড়ছেন, কিছুক্ষণের মধ্য়েই আবার গাড়ি ঘুরিয়ে ফিরে আসছেন তারা। কী এমন হল? এত ভাল রাস্তা, তাও কেন চলছে না গাড়ি?

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই সড়ক দীর্ঘদিনে প্রত্যাশা-আন্দোলনের ফলাফল। বছর কতক আগে থেকেই পটনা-গয়া সড়ক সম্প্রসারণের দাবি তুলেছেন স্থানীয়রা। অনেক টানাপোড়েনের অবশেষে প্রশাসন ১০০ কোটি টাকার প্রকল্পের কাজ শুরু করে। তখন আবার বাধা ওঠে বন দফতর। রাস্তার ধারে গাছ কাটতে চেয়ে সড়ক দফতর বন দফতরের কাছে দ্বারস্থ হতেই তারা শর্ত দেয় বনভূমির জন্য ১৪ হেক্টর জমি দিতে হবে। যা জেলা প্রশাসন দিতে পারে না। ফলত, বন দফতরও গাছ কাটার অনুমতি দেয় না।

এরপরেই শুরু হয় রাজ্য সরকারের দুই দফতরের রেষারেষি। তবে গাছ রেখেই চলে নির্মাণ। ৭.৪৮ কিলোমিটার রাস্তা সম্পন্ন হয়। কিন্তু তার মাঝেই থেকে যায় গাছ। সেই গাছে ধাক্কা খেয়ে এখন প্রাণ শঙ্কা বহু চালক। ইতিমধ্যে ঘটে গিয়েছে একাধিক দুর্ঘটনাও। প্রশ্ন উঠছে এই নিয়ে ৭ কিলোমিটার রাস্তা তৈরিতে কীভাবে ১০০ কোটি টাকা খরচ হয়?