AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

INDIA Bloc Protest: SIR প্রতিবাদে বিরোধীদের টি-শার্টে ‘অচেনা মুখ’ মীনতা, কে এই ১২৪ বছর বয়সী মহিলা?

INDIA Bloc Protest: কে তিনি? বিরোধী সাংসদদের প্রতিবাদে হঠাৎ করে কীভাবেই বা সামিল হয়ে গেল এই মুখ? গত সপ্তাহে রাহুল গান্ধীর সাংবাদিক বৈঠক। সেখান থেকে যত ঘটনার সূত্রপাত। এই মীনতা দেবীকে প্রথম দেখা যায় রাহুল গান্ধীর সেই সাংবাদিক বৈঠকে তুলে ধরা ভোট কারচুপির নথিতে।

INDIA Bloc Protest: SIR প্রতিবাদে বিরোধীদের টি-শার্টে 'অচেনা মুখ' মীনতা, কে এই ১২৪ বছর বয়সী মহিলা?
Image Credit: PTI
| Updated on: Aug 12, 2025 | 1:58 PM
Share

নয়াদিল্লি: সোমে ‘হাই ভোল্টেজ’ প্রতিবাদ। মঙ্গলে ফের ভোট-SIR বিবাদ। সংসদে এখন প্রতি মুহূর্তের আন্দোলনের মধ্যে দিয়ে সুর চড়াচ্ছে বিরোধীরা। এদিন সংসদ চত্বরে আবারও হাতে পোস্টার, সঙ্গে সাদা জামা পরে প্রতিবাদে নামতে দেখা গেল বিরোধী সাংসদদের। যাদের মধ্য়ে সামনের সারিতেই ছিলেন কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধী। আর প্র্রত্যেকের জামায় একটা ‘অপরিচিত মুখ’। সঙ্গে লেখা মীনতা দেবী।

কে তিনি? বিরোধী সাংসদদের প্রতিবাদে হঠাৎ করে কীভাবেই বা সামিল হয়ে গেল এই মুখ? গত সপ্তাহে রাহুল গান্ধীর সাংবাদিক বৈঠক। সেখান থেকে যত ঘটনার সূত্রপাত। এই মীনতা দেবীকে প্রথম দেখা যায় রাহুল গান্ধীর সেই সাংবাদিক বৈঠকে তুলে ধরা ভোট কারচুপির নথিতে।

রাহুল গান্ধী সম্প্রতি প্রকাশিত বিহারের খসড়া তালিকা তুলে ধরে দাবি করেন, মীনতা দেবী বিহারের একজন ভোটার। তবে আকর্ষণ তাতে নয়। এরপরই রাহুল দাবি করেন, খসড়া তালিকা অনুযায়ী ওই মীনতা দেবীর বয়স ১২৪ বছর। যেখানে গোটা বিশ্বে এখন পর্যন্ত সবচেয়ে বয়স্ক ব্যক্তি হলেন ইথেল ক্যাটারহাম। সেখানে দাঁড়িয়ে বিহারের গ্রামে ১২৪ বছর বয়সী একজন মহিলা রয়েছে আর তা কেউ জানেনই না? এই প্রশ্নই তোলেন রাহুল।

এদিন এই মীনতা দেবী নিয়ে প্রশ্ন করা হয় বিক্ষোভে যোগ দেওয়া কংগ্রেস সাংসদ মানিকাম ঠাকুরকেও। সর্বভারতীয় সংবাদসংস্থা পিটিআই-কে তিনি বলেন, “কমিশনের ব্যর্থতা প্রতি মুহূর্তে চোখে সামনে ভেসে উঠছে। রাজীব কুমার ও জ্ঞানেশ কুমারের আওতায় নির্বাচন কমিশন বিজেপির দফতরে রূপান্তর হয়েছে। তাই জন্যই তারা মিতা দেবী, যিনি প্রথমবারের ভোটার, তাঁকে মীনতা বানিয়ে ১২৪ বছর বয়সের গন্ডিতে ঢেলে দিয়েছে।”