Navy Speedboat Collides With Ferry: নিয়ন্ত্রণ হারিয়ে ফেরিতে ধাক্কা নৌসেনার স্পিডবোটের, মৃত ১৩

Dec 18, 2024 | 10:03 PM

Navy Speedboat Collides With Ferry: সমুদ্রে নৌসেনার একটি স্পিডবোটের ইঞ্জিনের ট্রায়াল চলছিল। সেইসময় নিয়ন্ত্রণ হারিয়ে স্পিডবোটটি ফেরিতে ধাক্কা মারে। ফেরিতে ১১০ জন যাত্রী ছিলেন। আর স্পিডবোটে ছিলেন ৫ জন।

Navy Speedboat Collides With Ferry: নিয়ন্ত্রণ হারিয়ে ফেরিতে ধাক্কা নৌসেনার স্পিডবোটের, মৃত ১৩
স্পিডবোটের ইঞ্জিনের ট্রায়ালের সময় দুর্ঘটনা ঘটে

Follow Us

মুম্বই: যাত্রীবাহী ফেরির সঙ্গে নৌসেনার স্পিডবোটের সংঘর্ষ। মৃত্যু হয়েছে কমপক্ষে ১৩ জনের। তার মধ্যে ১০ জন ফেরির যাত্রী। এক নৌসেনা কর্মী ও ইঞ্জিন তৈরির কারখানার ২ কর্মী মারা গিয়েছেন। বুধবার দুর্ঘটনাটি ঘটেছে মুম্বই উপকূলে।

জানা গিয়েছে, সমুদ্রে নৌসেনার একটি স্পিডবোটের ইঞ্জিনের ট্রায়াল চলছিল। সেইসময় নিয়ন্ত্রণ হারিয়ে স্পিডবোটটি ফেরিতে ধাক্কা মারে। ফেরিতে ১১০ জন যাত্রী ছিলেন। আর স্পিডবোটে ছিলেন ৫ জন। ফেরির এক যাত্রীর ক্যামেরায় দুর্ঘটনার মুহূর্ত ধরা পড়েছে। দুর্ঘটনার পর সেই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে।

নৌসেনার তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, এদিন বিকেল ৪টা নাগাদ নৌসেনার একটি স্পিডবোটের ইঞ্জিনের ট্রায়াল চলছিল। সেইসময় স্পিডবোটটি নিয়ন্ত্রণ হারিয়ে নীলকমল নামে একটি যাত্রীবাহী ফেরিতে ধাক্কা মারে। যাত্রীদের নিয়ে গেটওয়ে অব ইন্ডিয়া থেকে ফেরিটি এলিফ্যান্টা দ্বীপ যাচ্ছিল। দুর্ঘটনার পরই দ্রুত উদ্ধারকাজে নামে নৌসেনা, উপকূলরক্ষী বাহিনী ও পুলিশ। উদ্ধারকাজে বোটের পাশাপাশি ৪টি হেলিকপ্টারও ব্যবহার করা হয়। সবমিলিয়ে ১০২ জনকে উদ্ধার করা হয়েছে।

এই খবরটিও পড়ুন

দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস। মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেন তিনি। শোক প্রকাশ করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

 

Next Article