One Nation, One Election: ‘এক দেশ, এক নির্বাচন’ নিয়ে খতিয়ে দেখবে কমিটি, প্রকাশ হল নামের তালিকা

Dec 18, 2024 | 10:14 PM

One Nation, One Election: দীর্ঘ জল্পনার পর ১৭ ডিসেম্বর, মঙ্গলবার সংসদে 'এক দেশ, এক নির্বাচন বিল' পেশ হয়। কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন মেঘওয়াল এই বিল পেশ করেন। এই বিল পেশের সপক্ষে ২৬৯ সাংসদ ভোট দেন, বিপক্ষে ভোট দেন ১৯৮ জন।

One Nation, One Election: এক দেশ, এক নির্বাচন নিয়ে খতিয়ে দেখবে কমিটি, প্রকাশ হল নামের তালিকা
Image Credit source: PTI

Follow Us

নয়া দিল্লি: এক দেশ, এক নির্বাচনের জন্য মঙ্গলবার সংসদে বিল পেশ করা হয়। সেই বিল পর্যালোচনা করতে গঠিত হল যৌথ সংসদীয় কমিটি (জেপিসি)। সেই কমিটিতে অন্তর্ভুক্ত সমস্ত সাংসদদের নাম ঘোষণা করা হয়েছে। এই জেপিসি-র জন্য লোকসভার ২১ জন এবং রাজ্যসভা থেকে ১০ জন সাংসদের নাম বেছে নেওয়া হয়েছে।

তালিকায় রয়েছেন, প্রিয়ঙ্কা গান্ধী, মণীশ তিওয়ারি, কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রমুখ সাংসদদের নাম। বাঁসুরি স্বরাজ, সম্বিত পাত্র এবং অনুরাগ ঠাকুর সহ ১০ জন বিজেপি সাংসদ রয়েছেন সেই তালিকায়। তৃণমূল কংগ্রেসের কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নাম বেছে নেওয়া হয়েছে।

এই কমিটিকে আগামী অধিবেশনের শেষ সপ্তাহের প্রথম দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে হবে। এই জেপিসির জন্য ১০ জন রাজ্যসভার সাংসদের নাম শীঘ্রই ঘোষণা করা হবে। ভোট দেওয়ার পর, এক দেশ, এক নির্বাচনের জন্য বিলটি পুনরায় উত্থাপন করা হবে।

মঙ্গলবার আইনমন্ত্রী অর্জুন মেঘওয়াল লোকসভায় ‘এক দেশ, এক নির্বাচন’ বিল পেশ করেছেন। বিরোধী দলীয় সাংসদরা এর বিরোধিতা করেন। এরপর বিলটি উপস্থাপনের জন্য ইলেকট্রনিক ভোটিং হয়। কয়েকজন সাংসদ আপত্তি জানান। স্লিপ দিয়ে পুনরায় ভোট করা হয়।

এদিকে, বিল পেশ করার সময় লোকসভায় অনুপস্থিত ২০ জন সাংসদকে নোটিস পাঠাচ্ছে বিজেপি। হাউসে তাঁদের উপস্থিতির জন্য পার্টি হুইপ জারি করেছিল।

Next Article