Gold Smuggling: সিগারেটের প্যাকেটে লুকানো সোনার বিস্কুট, গ্রেফতার দুবাই থেকে আসা ২ বিমানযাত্রী
Chandigarh Airport: সিগারেটের প্যাকেটর ভিতরে লুকিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল সোনা। সব মিলিয়ে মোট ১২টি সোনার বিস্কুট লুকিয়ে রাখা হয়েছিল একটা ছোট্ট সিগারেটের প্যাকেটে। ওজন প্রায় দেড় কেজি। কিন্তু পাচারের আগেই বিমানবন্দরের কর্তব্যরত নিরাপত্তারক্ষীরা তা বাজেয়াপ্ত করে নেন।
চণ্ডীগঢ়: বিমানবন্দর থেকে সোনা পাচারের অভিনব কায়দার পর্দাফাঁস। সিগারেটের প্যাকেটের ভিতরে লুকিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল সোনা। সব মিলিয়ে মোট ১২টি সোনার বিস্কুট লুকিয়ে রাখা হয়েছিল একটা ছোট্ট সিগারেটের প্যাকেটে। ওজন প্রায় দেড় কেজি। কিন্তু পাচারের আগেই বিমানবন্দরের কর্তব্যরত নিরাপত্তারক্ষীরা তা বাজেয়াপ্ত করে নেন। ঘটনাটি ঘটেছে চণ্ডীগঢ় বিমানবন্দরে। উদ্ধার হওয়া সোনার বিস্কুটগুলির বাজারমূল্য় প্রায় ৮৩ লাখ টাকা। ঘটনায় দু’জন বিমানযাত্রীকে গ্রেফতার করা হয়েছে।
বিমানবন্দর সূত্রে জানা যাচ্ছে, ওই দুই ব্যক্তি দুবাই থেকে ভারতে আসছিল। ইন্ডিগো উড়ান সংস্থার একটি বিমানে চেপে চণ্ডীগড় বিমানবন্দরে আসে ওই দুই ব্যক্তি। বিমানবন্দরে অবতরণের পর ওই দুই যাত্রীর গতিবিধি দেখে সন্দেহ হয় বিমানবন্দরের কর্তব্যরত শুল্ক দফতরের অফিসারদের। এরপর ওই দু’জনকে থামিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। দুই যাত্রীর অসংলগ্ন কথাবার্তায় সন্দেহ আরও বাড়ে শুল্ক দফতরের অফিসারদের। এরপর তল্লাশি শুরু করতেই বেরিয়ে আসে সিগারেটের প্যাকেট ভর্তি সোনার বিস্কুট।
কী কারণে ওই সোনার বিস্কুটগুলি নিয়ে আসা হচ্ছিল, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল সেই বিষয়ে কোনও সদুত্তর দিতে পারেনি দুবাই থেকে আসা ওই দুই বিমানযাত্রী। অসংলগ্ন কথাবার্তা এবং তারপর উত্তরে সন্তুষ্ট না হওয়ায় দুই দুই বিমানযাত্রীকে গ্রেফতার করেন বিমানবন্দরে কর্তব্যরত অফিসাররা। গ্রেফতারির পর দু’জনকে দফায় দফায় জেরা করে, এই সোনা উদ্ধারের রহস্যভেদ করার চেষ্টা করছেন অফিসাররা।
চণ্ডীগড় থেকে রাজধানী দিল্লি খুব বেশি দূরে নয়। সেক্ষেত্রে ওই দুই ব্যক্তির থেকে বিপুল পরিমাণ সোনা উদ্ধারের বিষয়টি আরও গুরুত্ব দিয়ে দেখছেন তদন্তকারী অফিসাররা। এই সোনা পাচারচক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।