নয়া দিল্লি: ভারতে বাঘের সংখ্যা বাড়ছে। বাঘ বাঁচাতে আমাদের পদক্ষেপ সারা দুনিয়ার নজর কেড়েছে। সেখানে কিনা হারিয়ে গেল বাঘ। একটা-দুটো নয়। একসঙ্গে ২৫টা বাঘ বেমালুম নিখোঁজ। বন দফতরের কাছে কোনও খবরই নেই। রাজস্থানের এই ঘটনায় কেন্দ্রে-রাজ্যে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। রাজস্থানের রণথম্ভোরের জঙ্গল একসময় ছিল রাজা-রাজড়াদের শিকার করার জায়গা। এখন জাতীয় উদ্যান আর টাইগার রিজার্ভ। সূত্রের খবর, সেই রণথম্ভোর ন্যাশনাল পার্ক থেকেই হারিয়ে গিয়েছে ২৫টা বাঘ। জঙ্গলে বাঘ ছিল ৭৫টা। তার মানে এক-তৃতীয়াংশ বাঘই উধাও। এক বছর ধরে তাদের কোনও খোঁজ নেই।
সম্প্রতি, একটা রিপোর্টের সূত্রে এখবর সামনে আসে। জানা যায় বাঘ যে নিখোঁজ, তাই শুধু নয়। গত এক বছরে তাদের খোঁজার চেষ্টাও করেনি বন দফতর। হইচই শুরু হওয়ায় এখন তারা তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। সেই কমিটি দু’মাসের মধ্যে বাঘেদের নিখোঁজ হওয়া সংক্রান্ত রিপোর্ট পেশ করবে। এক বছরের মধ্যে এতগুলো বাঘ উধাও হয়ে যাওয়ার কারণ কী, বাঘেদের গতিবিধিতে ঠিকমত নজরদারি চালানো হয়েছিল কিনা, এসব নিয়ে তদন্ত করবে কমিটি। জাতীয় উদ্যানের কোনও কর্মী বা অফিসারের গাফিলতি আছে কিনা তাও খতিয়ে দেখা হবে।
যাঁরা মূলত বাঘ নিয়ে কাজ করেন এ ঘটনায় সিঁদুরে মেঘ দেখছেন তাঁরা। তাঁদের অনেকের মতে, বাঘেরা মারা গিয়ে থাকতে পারে। চোরাশিকারিদের কবলে পড়তে পারে। বা রণথম্ভোর ছেড়ে দূরে কোনও জঙ্গলে চলে যেতে পারে। যাই হয়ে থাকুক, সকলেই চাইছেন ন্যাশনাল পার্কে বাঘেদের ওপর সবসময়ই যেন নজরদারি রাখা হয়। এখন দেখার ফের সেই বাঘেদের ঘরে ফেরানো যায় কিনা।