নয়াদিল্লি: ভারতের অর্থনীতির গ্রাফ ঊর্ধ্বমুখী। এই মুহূর্তে বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ ভারত। বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হওয়ার লক্ষ্যে এগিয়ে চলেছে। এই পরিস্থিতিতে আগামী ২৫ বছরে ভারতের অর্থনীতি কোথায় পৌঁছতে পারে, তার আভাস দিলেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রী পীযূষ গয়াল। বর্তমানে ভারতের অর্থনীতি ৩.৫ ট্রিলিয়ন ডলার। পীযূষ গয়াল বলেন, ২৫ বছর পর ভারতের অর্থনীতি গিয়ে দাঁড়াবে ৩৫ ট্রিলিয়ন ডলার।
শুক্রবার অ্যামাজিং গোয়া বিশ্ব বাণিজ্য সম্মেলনে বক্তব্য রাখেন পীযূষ গয়াল। সেখানে তিনি বলেন, একবিংশ শতাব্দী ভারতের। আগামী ৩ বছরের মধ্যে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হবে। গোয়া বিশ্ব বাণিজ্য সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ন্ত, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ প্রভু। উদ্বোধনী অনুষ্ঠানে গয়াল বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিকই বলেছেন যে একবিংশ শতাব্দী ভারতের। আমরা এখন যা করব, তা সেরা ও বড় হবে।”
২০৪৭ সালের মধ্যে ভারতকে উন্নত দেশে পরিণত করাই লক্ষ্য বলে জানালেন কেন্দ্রীয় মন্ত্রী। তিনি বলেন, “২০৪৭ সালে দেশের স্বাধীনতার শতবর্ষ পূর্ণ হবে। ২০৪৭ সালের মধ্যে ভারতকে উন্নত ও সমৃদ্ধশালী দেশে পরিণত করার লক্ষ্যে কাজ করে চলেছি আমরা।” সেকথা বলতে গিয়েই তিনি বলেন, এই আর্থিক বৃদ্ধিই আগামী ২৫ বছরে ভারতের অর্থনীতিকে ৩৫ ট্রিলিয়ন ডলারে নিয়ে যাবে।
মোদী সরকারের গত ১০ বছরের কাজের প্রশংসা করে তিনি বলেন, ২০১৪ সালে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ ক্ষমতায় আসার পর ভঙ্গুর অর্থনীতির দেশ থেকে এখন বিশ্বের দ্রুততম অর্থনীতি বৃদ্ধির দেশে পরিণত হয়েছে ভারত। কেন্দ্রীয় মন্ত্রীর কথায়, “২০১৪ সালে ভারত বিশ্বের দশম বৃহত্তম অর্থনীতির দেশ ছিল। ভারতবাসীর মধ্যে আশা, আকাঙ্ক্ষা কমে গিয়েছিল। প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্ব ভারত এখন বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশে পরিণত হয়েছে। আগামী ৩ বছরে আরও ২ ধাপ উপরে উঠে তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হব আমরা।” ভারতে এখন বিদেশি সংস্থাগুলির বিনিয়োগে উৎসাহ বেড়েছে জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ভারতে এখন বিনিযোগ-বান্ধব পরিবেশ গড়ে উঠেছে।