কলকাতা: সপ্তাহ শেষে সোনায় সোহাগা। বিয়ের মরশুমে আরও সস্তা হল সোনা। যাদের এখনও কেনাকাটা বাকি, তাদের জন্য তো আনন্দের শেষ নেই। শেষ মুহূর্তে সস্তায় পাওয়া যাবে সোনা। তবে রুপোর দামে কোনও পরিবর্তন হয়নি। আপনার যদি সোনার গহনা কেনার পরিকল্পনা থাকে, তবে আজই দোকানে যান।
২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭২৭৫ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭২ হাজার ৭৫০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৭ লক্ষ ২৭ হাজার ৫০০ টাকা। একদিনেই ১০০০ টাকা দাম কমেছে সোনার।
২৪ ক্যারেটের সোনাও আজ সস্তা হয়ে গিয়েছে। ১ গ্রাম সোনার দাম রয়েছে ৭৯৩৬ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭৯ হাজার ৩৬০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭ লক্ষ ৯৩ হাজার ৬০০ টাকা। একদিনে ১১০০ টাকা দাম কমেছে সোনার।
১৮ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম ৫৯৫২ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৫৯ হাজার ৫২০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৫ লক্ষ ৯৫ হাজার ২০০ টাকা। একদিনে ৯০০ টাকা দাম কমেছে ১৮ ক্যারেট সোনার।
সোনার দাম কমলেও, আজ রুপোর দাম কমেনি। ১০০ গ্রাম রুপোর দাম আজ রয়েছে ৯৪০০ টাকা। ১ কেজি রুপোর দাম আজ রয়েছে ৯৪ হাজার টাকা।