Rat Hole Miners: উত্তরাখণ্ডে পেরেছিল, রাজস্থানে ৩ বছরের চেতনাকে কি ৭০০ ফুট গভীর কুয়ো থেকে উদ্ধার করতে পারবে র‌্যাট হোল মাইনাররা?

Rescue Operation: জানা গিয়েছে, মাটি থেকে ১৫০ ফুট গভীরে আটকে রয়েছে শিশুটি। উপস্থিত রয়েছে এনডিআরএফ, এসডিআরএফের টিম। আজ র‌্যাট হোল মাইনাররা বোরওয়েলের পাশে সুড়ঙ্গ খুঁড়ে শিশুটিকে উদ্ধার করার চেষ্টা করবে।

Rat Hole Miners: উত্তরাখণ্ডে পেরেছিল, রাজস্থানে ৩ বছরের চেতনাকে কি ৭০০ ফুট গভীর কুয়ো থেকে উদ্ধার করতে পারবে র‌্যাট হোল মাইনাররা?
চেতনাকে উদ্ধারের চেষ্টা চলছে।Image Credit source: PTI
Follow Us:
| Updated on: Dec 26, 2024 | 7:34 AM

জয়পুর: একরত্তি প্রাণ। দুইদিনেরও বেশি সময় ধরে সে আটকে বোরওয়েলের মধ্য়ে। নড়াচড়া বন্ধ, নেই কোনও খাবারদাবার ও পানীয় জলও। প্রশাসনের তরফে একের পর এক প্রচেষ্টা করা হলেও, সবই ব্যর্থ হয়ে যাচ্ছে। শেষ ভরসা এখন র‌্যাট হোল মাইনার্সরা। তিন বছরের চেতনাকে উদ্ধার করতে ডাকা হল র‌্যাট হোল মাইনার্সদের। আজ থেকে তারা উদ্ধারকাজ শুরু করবে।

রাজস্থানের কোটপুতলির বাসিন্দা তিন বছরের চেতনা। গত ২৩ ডিসেম্বর বাবার ক্ষেতে একা একাই খেলছিল। সেই সময় মাঠের পাশে ৭০০ ফুট গভীর বোরওয়েলে পড়ে যায়। চেতনাকে উদ্ধার করার বহু চেষ্টা করলেও, সুড়ঙ্গের মতো বোরওয়েলের একটা অংশে আটকে যায় শিশুটি। বর্তমানে ৪৮ ঘণ্টা কেটে গিয়েছে, চেতনাকে এখনও উদ্ধার করা যায়নি। সুড়ঙ্গে অক্সিজেন পাইপ পাঠানো হলেও, খাবার ও জল পাঠানো যায়নি।  ক্যামেরার মাধ্যমে প্রাথমিকভাবে নজরদারি করা হলেও, এখন তাতেও দেখা যাচ্ছে না চেতনাকে।

প্রশাসনের তরফে দড়ি নামিয়ে উদ্ধারকাজ চালানোর চেষ্টা করা হয়। তা ব্যর্থ হলে “প্ল্যান বি” হিসাবে মাটি খোঁড়ার মেশিন আনা হয়। কিন্তু মাটি ধসে পড়ার আশঙ্কায় সেই পরিকল্পনাও বাতিল করতে হয়। এখন শেষ ভরসা র‌্যাট হোল মাইনার্সরা।

জানা গিয়েছে, মাটি থেকে ১৫০ ফুট গভীরে আটকে রয়েছে শিশুটি। উপস্থিত রয়েছে এনডিআরএফ, এসডিআরএফের টিম। আজ র‌্যাট হোল মাইনাররা বোরওয়েলের পাশে সুড়ঙ্গ খুঁড়ে শিশুটিকে উদ্ধার করার চেষ্টা করবে।

প্রসঙ্গত, ২০১২ সালে মেঘালয়ে একটি খনির দুর্ঘটনার পর সুপ্রিম কোর্টের নির্দেশে নিষিদ্ধ হয় র‌্যাট হোল মাইনিং। তবে গত বছর, ২০২৩ সালের নভেম্বর মাসে উত্তরাখণ্ডের সিলকিয়ারা সুড়ঙ্গে যখন ৪১ জন শ্রমিক আটকে পড়েছিলেন, তখন ১৬ দিন ধরে নানা প্রচেষ্টা চালিয়েও তাদের উদ্ধার করা যায়নি। শেষে র‌্যাট হোল মাইনাররাই  ৪১ জন শ্রমিককে উদ্ধার করে।