ইলেকট্রিশিয়ান সেজে বাড়িতে হানা, গোটা পরিবারকে বেঁধে রেখে লক্ষাধিক টাকার গয়না লুঠ দুষ্কৃতীদের

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Jul 08, 2021 | 8:45 AM

Delhi Robbery: দুষ্কৃতীরা ঢুকেই সচিন সহ পরিবারের বাকি সদস্যদের প্ল্যাস্টিক টেপ দিয়ে বাঁধে এবং অস্ত্র দেখিয়ে টাকা ও সোনার গয়নাগাটি লুঠ করে পালায়।

ইলেকট্রিশিয়ান সেজে বাড়িতে হানা, গোটা পরিবারকে বেঁধে রেখে লক্ষাধিক টাকার গয়না লুঠ দুষ্কৃতীদের
যদি সুমন বালা সাহুর নাম বেছে নেওয়া হয়। তবে তিনিই হবেন পশ্চিমবঙ্গের প্রথম মহিলা আইপিএস। ১৯৮৬ সালের পশ্চিমবঙ্গ ব্যাচের আইপিএস ক্যাডার তিনি।

Follow Us

নয়া দিল্লি: বিদ্যুতের লাইন সারাই করার নামে বাড়িতে ঢুকে লুঠ করল চার দুষ্কৃতী। ঘটনাটি ঘটেছে পশ্চিম দিল্লির উত্তম নগর এলাকায়। বুধবার ওই চার দুষ্কৃতি ইলেকট্রিশিয়ান সেজে হাজির হয়। এক মহিলা দরজা খুলতেই তাঁর উপর চড়াও হয় ওই চার দুষ্কৃতি এবং বাড়ির ভিতরে জোর করে ঢুকে লুঠপাট চালায় তাঁরা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে,  জমি বাড়ি বিক্রির কাজ করেন বিনোদ কুমার, বুধবার দুপুর দেড়টা নাগাদ তাঁর বাড়িতেই চড়াও হয় দুষ্কৃতীরা। মাস্ক ও হেলমেটে মুখ ঢেকে তাঁরা জোর করে বাড়িতে ঢোকে। সেই সময় বাড়িতে উপস্থিত ছিলেন বিনেদের মা সাবিত্রী দেবী, স্ত্রী সীমা, দুই সন্তান ও শ্যালক সচিন।

দুষ্কৃতীরা ঢুকেই সচিন সহ পরিবারের বাকি সদস্যদের প্ল্যাস্টিক টেপ দিয়ে বাঁধে এবং অস্ত্র দেখিয়ে টাকা ও সোনার গয়নাগাটি লুঠ করে পালায়। প্রায় আট লক্ষ টাকার গয়না লুঠ হয়েছে, যার মধ্যে দুটি সোনার চেন, তিনটি আংটি, তিনটি মঙ্গলসূত্র ও তিনটি কানের দুল ছিল বলে জানা গিয়েছে। এ দিকে, গোটা ঘটনাটিই মোবাইলে রেকর্ড করে নেন প্রতিবেশি এক মহিলা। সেই ভিডিয়োয় দেখা যায়, দুটি স্কুটারে চেপে বাড়ির সামনে হাজির হয় অভিযুক্তরা। এরপর দরজা খুলতেই জোর করে ভিতরে ঢুকে পড়ে তাঁরা।

সেই ভিডিয়ো দেখেই পুলিশের অনুমান, অভিযুক্তদের বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে। তারা মাস্ক, হেলমেট ও টুপি দিয়ে মুখ ঢেকে রাখায় চিহ্নিতকরণে সমস্যা হচ্ছে। তবে ভিডিয়ো ফুটেজটি খতিয়ে দেখে অভিযুক্তদের পোশাক ও চালচলন দেখে চিহ্নিতকরণের চেষ্টা চলছে।

আরও পড়ুন: ‘সনিয়াজী সব জানেন’, মন্ত্রিসভার সম্প্রসারণের তোড়জোড় শুরু হতেই ফের সরব পাইলট 

⇜ TV9 EXCLUSIVE: না পড়লেই নয় ⇝

 

Next Article