তুষার ঝড়ে বিপর্যস্ত পর্যটকদের গাড়ি, ত্রাতার ভূমিকায় ভারতীয় সেনা
পর্যটকদের উদ্ধার করে খাবার, ওষুধ-সহ যাবতীয় প্রয়োজনীয় পরিষেবার ব্যবস্থা করেন জওয়ানরা।
নয়া দিল্লি: আচমকা প্রবল তুষার ঝড় (Snow Storm)। নাথু লা (Nathu La) থেকে ৪৪৭ জন পর্যটককে উদ্ধার করল ভারতীয় সেনা। বৃহস্পতিবার রাতে প্রবল তুষারঝড়ে নাথু লা-গ্যাংটক রোডে আটকে পড়ে ১৫৫টি গাড়ি। তাপমাত্রা নেমে যায় হিমাঙ্কের অনেকটা নীচে।
প্রায় ১৫ কিলোমিটার রাস্তা জুড়ে থমকে থাকা গাড়িগুলি একটা সময়ের পর পিছলে যেতে থাকে বরফে। সেখান থেকেই পর্যটকদের উদ্ধার করে ভারতীয় সেনা। ১৭ মাইল সেনা ক্যাম্পে নিয়ে যাওয়া হলে ২৬ জনকে হাসপাতালে ভর্তি করতে হয়। সেনা সূত্রে খবর, প্রত্য়েকেরই প্রাথমিক চিকিৎসার প্রয়োজন ছিল।
আরও পড়ুন: স্বীকার করতে সময় লাগল ৮ মাস! গালওয়ানে নিহত ৫ সেনার নাম প্রকাশ চিনের
করোনা, লকডাউনকে সরিয়ে ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে পর্যটন ব্যবসা। পর্যটকদের যাতায়াত বেড়েছে দেশের বিভিন্ন পর্যটনকেন্দ্রগুলি। এরকমই পর্যটকদের কয়েকটি দল নাথু লা-য় বেড়াতে গিয়ে বৃহস্পতিবার রাতে দুর্যোগের মধ্যে পড়ে। তবে ভারতীয় সেনার অসীম সাহসিকতায় বড় বিপদ থেকে রক্ষা পেয়েছে তারা। পর্যটকদের উদ্ধার করে খাবার, ওষুধ-সহ যাবতীয় প্রয়োজনীয় পরিষেবার ব্যবস্থাও করেছেন জওয়ানরা।