Odisha: প্রবল ঝড়ে এগিয়ে গেল মালগাড়ি, মৃত্যু নীচে ‘আশ্রয়’ নেওয়া ৬ শ্রমিকের

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Jun 07, 2023 | 9:58 PM

Goods Train: সূত্রে মারফত জানা গিয়েছে, ওড়িশার জাজপুর রোড স্টেশনে দাঁড়িয়েছিল ওই মালবাহী ট্রেনটি। সেখানে সে সময় প্রচুর ঝড়বৃষ্টি হচ্ছিল। ঝোড়ো বাতাসও বইছিল। সে সময়ই মালগাড়িটি আচমকা এগিয়ে যায় বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।

Odisha: প্রবল ঝড়ে এগিয়ে গেল মালগাড়ি, মৃত্যু নীচে আশ্রয় নেওয়া ৬ শ্রমিকের
এগিয়ে যাওয়া মালগাড়ি

Follow Us

ভুবনেশ্বর: প্রবল বৃষ্টি পড়ছিল। ঝোড়ো বাতাসও বইছিল। এই প্রাকৃতিক দুর্যোগের জেরে এগিয়ে যায় একটি মালগাড়ি। এর জেরে ৬ শ্রমিকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও ২ শ্রমিক গুরুতর আহত হয়েছে বলে জানা গিয়েছে। প্রবল ঝড়-বৃষ্টির সময় ওই শ্রমিকরা মালগাড়ির নীচে আশ্রয় নিয়েছিলেন। সে সময়ই প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ট্রেন এগিয়ে যাওয়ায় প্রাণ হারিয়েছেন ওই শ্রমিকরা। বুধবার এই ঘটনা ঘটেছে ওড়িশায়। সে রাজ্যের জাজপুর রোড স্টেশনে ঘটেছে এই দুর্ঘটনা।

সূত্রে মারফত জানা গিয়েছে, ওড়িশার জাজপুর রোড স্টেশনে দাঁড়িয়েছিল ওই মালবাহী ট্রেনটি। সেখানে সে সময় প্রচুর ঝড়বৃষ্টি হচ্ছিল। ঝোড়ো বাতাসও বইছিল। সে সময়ই মালগাড়িটি আচমকা এগিয়ে যায় বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। এর জেরেই ওই শ্রমিকরা ট্রেনের নীচে পিষে গিয়েছেন।

২ জুন ওড়িশার বালেশ্বরে দুর্ঘটনার কবলে পড়ে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস ও বেঙ্গালুরু থেকে হাওড়াগামী এক্সপ্রেস ট্রেন। এর জেরে ২৮৮ জনের মৃত্যু হয়েছে বলে রেল সূত্রে জানা গিয়েছে। সেই দুর্ঘটনায় আহত হয়েছেন ১১০০ জনেরও বেশি।

Next Article