কাশ্মীর: কাশ্মীরে জঙ্গি হামলা। জঙ্গিদের গুলিতে প্রাণ হারালেন ৬ শ্রমিক ও এক চিকিৎসক। রবিবার রাতে কাশ্মীরের গান্দেরবল জেলায় এই হামলা চলে। শ্রমিকদের থাকার একটি ক্যাম্পে ঢুকে এলোপাথাড়ি গুলিতে ৭ জনকে ঝাঁঝরা করে দেয় জঙ্গি। গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে আরও পাঁচজনকে। আহত ও মৃত শ্রমিকরা একটি টানেল তৈরির কাজে যুক্ত ছিলেন। টানের কাজ বন্ধ করতেই এই হামলা কি না, সেই প্রশ্ন উঠছে। জঙ্গি হামলার তীব্র নিন্দা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। হামলায় জড়িতদের ছাড়া হবে না বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন।
পুলিশ জানিয়েছে, রবিবার রাত ৮টা ১৫ মিনিট নাগাদ বেসরকারি এক সংস্থার ওই ক্যাম্পে ঢুকে স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র থেকে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। মৃতদের তালিকায় রয়েছেন বুদগামের চিকিৎসক শাহনাওয়াজ। বাকি ৬ মৃতের নাম পঞ্জাবের গুরুদাসপুরের গুরমিত সিং (৩০), বিহারের ইন্দর যাদব (৩৫), কাঠুয়ার জগতার সিং (৩০) ও মোহন লাল (৩০), কাশ্মীরের ফয়জ আহমেদ লোন(২৬) ও জাহুর আহমেদ লোন।
ঘটনার নিন্দা করেছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। এক্স হ্যান্ডলে তিনি লেখেন, “ভীরু ও কাপুরুষের মতো শ্রমিকদের উপর হামলা চালানো হয়েছে সোনমার্গ এলাকায়। নিরস্ত্র এই নিরীহ শ্রমিকদের উপর হামলার তীব্র নিন্দা করছি। মৃতদের পরিজনদের সমবেদনা জানাই।” ঘটনার নিন্দা করে মৃতদের পরিজনদের সমবেদনা জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়কড়ি। এক্স হ্যান্ডলে তিনি লেখেন, “নিরীহ শ্রমিকদের উপর এই জঙ্গি হামলার তীব্র নিন্দা জানাই। মৃতদের পরিজনদের সমবেদনা জানাই। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।”
জানা গিয়েছে, মৃত ও আহত শ্রমিকরা সাড়ে ৬ কিমি দীর্ঘ একটি টানেল তৈরির কাজে যুক্ত ছিলেন। টানেলটি সোনমার্গ ও গান্দেরবলের গগনগীরের মধ্যে সংযোগ স্থাপন করবে। যার ফলে পর্যটকদের সুবিধা হবে। তাঁদের আনাগোনো বাড়বে। এই টানেল হয়ে গেলে সারা বছর কাশ্মীরের সঙ্গে কার্গিলের যোগাযোগ স্থাপন করা যাবে। শ্রীনগর-লেহ-র মধ্যে যাতায়াতে সময় কম লাগবে। প্রশ্ন উঠছে, সেজন্যই কি জঙ্গিরা টানেল নির্মাণে যুক্ত শ্রমিকদের উপর হামলা চালিয়েছে? কাশ্মীরে উন্নয়নের কাজ ব্যাহত করার চেষ্টা করছে? হামলাকারী জঙ্গিদের কড়া হুঁশিয়ারি দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভারতের নিরাপত্তা বাহিনী জঙ্গিদের রেহাই দেবে না বলে মন্তব্য করেন তিনি। প্রসঙ্গত, গতকাল সোপিয়ান জেলায় বিহারের এক শ্রমিকের গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়।