Child Dead body Recovery: ট্রেনের শৌচালয়ের ডাস্টবিনে ওটা কী? প্যাকেট ধরে টানতেই বেরিয়ে এল হাত-পা, তারপর…
Mumbai Rail Station: ইতিমধ্যেই নিহত শিশুর মা জিআরপি-র সঙ্গে যোগাযোগ করেছেন। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। স্টেশনের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে অপরাধীর হদিস পেতে।

মুম্বই: কুশিনগর এক্সপ্রেসের শৌচালয় থেকে উদ্ধার ৬ বছরের শিশুর দেহ। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। প্রাথমিক তদন্তে অনুমান, খুনি ওই শিশুকে খুন করে, তার দেহ ট্রেনের শৌচাগারে ফেলে পালিয়েছে। ইতিমধ্যেই ক্রাইম ব্রাঞ্চ ও জিআরপি টিম তদন্ত শুরু করেছে।
শনিবার, ২৩ অগস্ট মুম্বইয়ের কুর্লায় লোকমান্য তিলক টার্মিনাসে দাঁড়িয়ে থাকা কুশিনগর এক্সপ্রেসের এসি কোচের শৌচাগারের ডাস্টবিন থেকে ৬ বছরের এক শিশুর দেহ উদ্ধার হয়। এক ব্যক্তি দেখতে পেয়েই জিআরপি-কে খবর দেন। ঘটনাস্থলে পৌঁছয় ক্রাইম ব্রাঞ্চও।
সূত্রের খবর, শিশুটিকে গুজরাটের সুরাট থেকে অপহরণ করে আনা হয়েছিল নাসিকে। সেখান থেকে অপরাধী শিশুটিকে নিয়ে কুশিনগর এক্সপ্রেসে ওঠে মুম্বই আসার জন্য। পুলিশের অনুমান, অপরাধী ট্রেনের ভিতরই শিশুটিকে খুন করে এবং তারপর ট্রেনের শৌচালয়ে তাঁর দেহ ফেলে রেখে যায়।
ইতিমধ্যেই নিহত শিশুর মা জিআরপি-র সঙ্গে যোগাযোগ করেছেন। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। স্টেশনের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে অপরাধীর হদিস পেতে। প্রাথমিকভাবে অনুমান, পারিবারিক শত্রুতার কারণেই হয়তো শিশুটিকে অপহরণ করেছিল। এর পিছনে পরিবারের কোনও সদস্যের হাত রয়েছে বলেই সন্দেহ।
অন্যদিকে, গত ১৬ অগস্ট ভুবনেশ্বর-দিল্লি দুরন্ত এক্সপ্রেসের বি-৩ কোচের টয়লেট থেকে এক যুবকের দেহ উদ্ধার হয়। ভুবনেশ্বর রেল স্টেশনের ওয়াশিং লাইনে দাঁড়ানো ছিল ওই ট্রেন, সেই সময় এক রেলকর্মীর সন্দেহ হয় যে একটি বাথরুমের দরজা খুলছে না। পরে যখন ধাক্কাধাক্কি করে দরজা খোলে। ভিতর থেকে যুবকের দেহ উদ্ধার হয়। মৃত যুবকের নাম শিব কুমার। তিনি উত্তর প্রদেশের বাসিন্দা। কীভাবে তাঁর মৃত্যু হল, তা এখনও জানা যায়নি।

