AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Delhi: ১৬ বছরের নাবালিকাকে ধর্ষণ ৬৮-র প্রৌঢ়ের, ‘ভুল করে’ ভিডিয়ো রেকর্ড করল ছেলে

68-year-old Delhi man harassed 16-year-old girl: অভিযুক্ত প্রৌঢ় জানিয়েছে, 'মির্জাপুর' ওয়েব সিরিজ দেখেই সে এই অপরাধে লিপ্ত হয়েছিল। মির্জাপুরে পঙ্কজ ত্রিপাঠী অভিনীত 'কালিন ভাইয়া' চরিত্রটির বাবা এক গৃহকর্মীকে ধর্ষণ করেছিল। ওই ঘটনাই তাঁর মনে অপরাধের উন্মেষ ঘটিয়েছিল।

Delhi: ১৬ বছরের নাবালিকাকে ধর্ষণ ৬৮-র প্রৌঢ়ের, 'ভুল করে' ভিডিয়ো রেকর্ড করল ছেলে
প্রতীকী ছবিImage Credit: Pixabay
| Edited By: | Updated on: Jun 30, 2023 | 11:02 AM
Share

নয়া দিল্লি: ছেলের সন্দেহ ছিল, বাবা বোধহয় কালো জাদুর চর্চা করেন। আর তাই, বাবাকে হাতে-নাতে ধরতে তাঁর ঘরে আগে থেকে মোবাইল ক্যামেরা অন করে লুকিয়ে রেখেছিলেন। পরে, সেই রেকর্ড হওয়া ভিডিয়ো চালিয়ে দেখতে গিয়ে, ছেলের চক্ষু চড়কগাছ! ক্যামেরায় ধরা পড়েছে, পাড়ারই এক নাবালিকাকে ধর্ষণ করছে তার বাবা। ওই ভিডিয়ো দেখার আগে সে কল্পনাও করতে পারেনি যে, তার ৬৮ বছর বয়সী প্রৌঢ় বাবা এই কাজ করতে পারে। এরপর, ছেলে তার বাবার কুকীর্তির সেই ভিডিয়োটি পাঠায় নির্যাতিতা নাবালিকার বাবার কাছে। তাঁকে সবটা খুলে জানায়। সবটা জেনে, মেয়েটির বাবা দিল্লি পুলিশের দ্বারস্থ হন। এরপর, ছেলে এবং বাবা – দুজনকেই গ্রেফতার করেছে পুলিশ। এই বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দিল্লির বুরারি এলাকায়।

এই নক্কারজনক ঘটনা ঘটেছিল গত এপ্রিল মাসে। তবে, অতি সম্প্রতি অভিযুক্ত প্রৌঢ়র ছেলে ভিডিয়োটি নাবালিকার বাবার কাছে পাঠান। ২৭ জুন নাবালিকার বাবা তিনি বুরারি থানায় ফোন করে জানান, তাঁর মেয়েকে তাঁদেরই প্রতিবেশী এক ৬৮ বছর বয়সী ব্যক্তি ধর্ষণ করেছে। এরপরই যৌন নিপীড়নের ঘটনাটি প্রকাশ্যে আসে। তদন্তে নেমে মেয়েটিকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। সে জানিয়েছে, ওই প্রৌঢ় তার পূর্ব-পরিচিত। তারা একই হাউজিং কমপ্লেক্সের বাসিন্দা শুধু নয়, প্রায়শই দুই পরিবার একসঙ্গে তীর্থ করতে যেত। মেয়েটি আরও জানায়, প্রায়ই ওই ব্যক্তি তাদের বাড়িতে আসত। সুযোগ পেলেই তাকে আপত্তিকরভাবে স্পর্শ করত। কখন তাকে একা পাওয়া যাবে, তার সুযোগ খুঁজত।

এপ্রিল মাসে, একদিন সে হাউজিং কমপ্লেক্সের মধ্য দিয়ে যাচ্ছিল। সেই সময় তাকে ওই ব্যক্তি তার বাড়িতে ডেকেছিল। চকলেট দেওয়ার লোভ দেখিয়েছিল। সেদিন তাদের বাড়ি ফাঁকা ছিল। ফাঁকা বাড়ির সুযোগে মেয়েটিকে ধর্ষণ করে প্রৌঢ়। যৌন নিপীড়নের বিষয়ে মুখ না খোলার জন্য তাকে হুমকিও দিয়েছিল ওই ব্যক্তি। ২৭ জুন তার ছেলে, মেয়েটির বাবার কাছে অপরাধের ওই ভিডিয়োটি না পাঠালে বিষয়টিই কেউ জানতেই পারত না। ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় মেয়েটির বিবৃতি রেকর্ড করা হবে।

প্রৌঢ় ব্যক্তির ছেলেকেও জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। তিনি পুলিশকে জানিয়েছেন, বাবার কালো জাদু করছেন বলে তাঁর সন্দেহ হয়েছিল। আর সেই কারণেই বাবার ঘরে গোপনে মোবাইল ক্যামেরা লাগিয়েছলেন তিনি। কিন্তু, সেই মোবাইল ক্যামেরায় ধরা পড়ে তাঁর বাবার ওই নাবালিকাকে ধর্ষণ করার ঘটনা। সে সত্যি বলছে, নাকি ধর্ষণকাণ্ডে তারও যোগ ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত প্রৌঢ়ের দাবি, ‘মির্জাপুর’ ওয়েব সিরিজ দেখেই সে এই অপরাধে লিপ্ত হয়েছিল। মির্জাপুরে পঙ্কজ ত্রিপাঠী অভিনীত ‘কালিন ভাইয়া’ চরিত্রটির বাবা এক গৃহকর্মীকে ধর্ষণ করেছিল। ওই ঘটনাই তাঁর মনে অপরাধের উন্মেষ ঘটিয়েছিল।

ভারতীয় দণ্ডবিধির প্রাসঙ্গিক ধারা এবং যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা বা পকসো আইনের ধারায় বাবা এবং ছেলে – দুজনের বিরুদ্ধেই একটি মামলা নথিভুক্ত করা হয়েছে। ছেলের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনের ধারাতেও অভিযোগ দায়ের করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে দুজনকেই। ৬৮ বছর বয়সী ওই ব্যক্তি ছিলেন গ্রেপ্তার করে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। ধর্ষণের ভিডিয়ো রেকর্ড করার জন্য যে ফোনটি ব্যবহার করা হয়েছিল, সেটিও পরীক্ষা করার জন্য বাজেয়াপ্ত করেছে পুলিশ। পুলিশ আরও জানিয়েছে, স্থানীয় এক ব্যক্তিও বিষয়টিতে হস্তক্ষেপ করার চেষ্টা করেছিল। মেয়েটির পরিবারকে হুমকি দিচ্ছিল সে। তার বিরুদ্ধেও অপরাধমূলক উদ্দেশ্যে ভয় দেখানোর অভিযোগে একটি পৃথক মামলা দায়ের করা হয়েছে।