বাড়ির দস্যি ছেলেটা দেখতে পাচ্ছিল না বাম চোখে, OT থেকে বের করতেই ‘হায় হায়’ করে উঠল গোটা পরিবার, কী ক্ষতি করে দিল চিকিৎসকরা?
Medical Negligence: জানা গিয়েছে, ওই নাবালক চোখের সমস্যা নিয়ে ভুগছিল। হাসপাতালে চিকিৎসকের কাছে গেলে, তারা অস্ত্রোপচার করতে বলেন। সেই মতো হাসপাতালে ভর্তি করানো হয়। ৪৫ হাজার টাকা ডিপোজিটও করেন অপারেশনের জন্য।
নয়া দিল্লি: চিকিৎসকদের অবহেলা-গাফিলতি। চরম মাশুল দিতে হল নাবালককে। স্কুলে গিয়ে ভাল করে ব্ল্যাকবোর্ডের লেখা দেখতে পায় না, তাই ৭ বছরের সন্তানকে চিকিৎসকের কাছে নিয়ে এসেছিল মা-বাবা। চিকিৎসকরা দেখে বলেছিল, অপারেশন দরকার। খরচ লাগবে ৪৫ হাজার টাকা। কোনওমতে সেই টাকাও জোগাড় করে আনে দম্পতি। কিন্তু এ কী হল! অপারেশন থিয়েটার থেকে বের করতেই দেখলেন ছেলের ডান চোখে ব্যান্ডেজ। কিন্তু সমস্যা তো বাম চোখে ছিল!
চিকিৎসকদের গাফিলতিতে সাত বছরের এক নাবালকের ভুল চোখে অস্ত্রোপচার করার অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে গ্রেটার নয়ডার একটি বেসরকারি হাসপাতালে। জানা গিয়েছে, ওই নাবালক চোখের সমস্যা নিয়ে ভুগছিল। হাসপাতালে চিকিৎসকের কাছে গেলে, তারা অস্ত্রোপচার করতে বলেন। সেই মতো হাসপাতালে ভর্তি করানো হয়। ৪৫ হাজার টাকা ডিপোজিটও করেন অপারেশনের জন্য।
অস্ত্রোপচারের পর নাবালককে ওটি থেকে বের করতেই অবাক হয়ে যান পরিবারের সদস্যরা। অপারেশন হওয়ার কথা ছিল বাম চোখে, কিন্তু দেখা যায় ডান চোখে ব্যান্ডেজ করা! নার্সদের জিজ্ঞাসা করতেই তারা জানায়, চিকিৎসকরা নাবালকের ডান চোখেই অস্ত্রোপচার করেছেন। অর্থাৎ সম্পূর্ণ ভাল চোখে ভুলবশত অস্ত্রোপচার করেছেন চিকিৎসকরা।
বিষয়টি জানাজানি হতেই তীব্র উত্তেজনা ছড়ায়। পরিবারের লোকজন হাসপাতালে অশান্তি করেন। এরপর সিএমও-র অফিসে গিয়ে চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ জানান তারা। পুলিশেও অভিযোগ দায়ের করা হয়েছে।