Bangla News » India » 75th Independence Day celebrated at Red Fort, PM Narendra Modi hoists flag
২৫ বছরের ‘অমৃতকাল’-এর ঘোষণা মোদীর, নজিরবিহীন পুষ্পবৃষ্টির সাক্ষী হল লালকেল্লা
TV9 Bangla Digital | Edited By: tannistha bhandari
Updated on: Aug 15, 2021 | 1:01 PM
এ দিন লালকেল্লা থেকে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী
Aug 15, 2021 | 1:01 PM
কড়া নিরাপত্তায় মোড়া লালকেল্লা থেকে দেশবাসীর উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর বক্তব্যে উঠে এল বিকাশের বার্তা।
দেশের ইতিহাসে প্রথম এমআই-১৭ হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি করা হল লালকেল্লায়। দুটি অত্যাধুনিক হেলিকপ্টার উড়িয়ে করা হল পুষ্পবৃষ্টি।
৩২ জন অলিম্পিকের পদকজয়ী আমন্ত্রিত ছিলেন লালকেল্লার এই অনুষ্ঠানে। উপস্থিত ছিলেন স্বর্ণ পদকজয়ী নীরজ চোপড়া
গতিশক্তি, হাইড্রোজেন মিশনের মতো একাধিক উদ্যোগের ঘোষণা করলেন নরেন্দ্র মোদী। জানালেন এবার থেকে সব সৈনিক স্কুল খুলে দেওয়া হবে সব মেয়েদের জন্য
উপস্থিত ছিলেন অলিম্পিকে ব্রোঞ্জ পদকজয়ী পিভি সিন্ধু
গতিশক্তি নামে ১০০ লক্ষ কোটির এই প্রকল্পে লক্ষাধিক যুবকের কর্মসংস্থান করবে, দেশের অর্থনীতিকেও উন্নত করবে বলে উল্লেখ করেন মোদী