AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

দেশে ৮ রাজ্যই করোনার আঁতুড়ঘর, ৩ রাজ্যে শোচনীয় অবস্থা

কেন্দ্র জানিয়েছে, স্রেফ ১০ জেলাই দেশের মোট সক্রিয় করোনা আক্রান্তর ৫০ শতাংশের ঠিকানা।

দেশে ৮ রাজ্যই করোনার আঁতুড়ঘর, ৩ রাজ্যে শোচনীয় অবস্থা
ছবি- পিটিআই
| Updated on: Apr 03, 2021 | 6:15 PM
Share

নয়া দিল্লি: দেশে করোনা (COVID) সংক্রমণের গ্রাফ উর্ধ্বমুখী। বিগত কয়েক মাস ধরেই বারবার নিজের রেকর্ড নিজেই ভাঙছে করোনা। গত ২৪ ঘণ্টাতেই দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৮৯ হাজার ১২৯ জন। আর এই করোনা আক্রান্তর সিংহভাগই ৮ রাজ্যে। স্রেফ ৮ রাজ্যেই করোনা আক্রান্ত ৮১.৪২ শতাংশ। করোনা বিধ্বস্ত ৮ রাজ্য হল মহারাষ্ট্র, কর্নাটক, ছত্তীসগঢ়, দিল্লি, তামিলনাড়ু, উত্তর প্রদেশ, পঞ্জাব ও মধ্য প্রদেশ।

গতকালই কেন্দ্র জানিয়েছিল, উদ্বেগের রাজ্যের সংখ্যা ৮ থেকে বেড়ে ১১ হয়েছে। কেন্দ্র জানিয়েছিল মূলত রাজ্যে করোনা পরিস্থিতি শোচনীয়। সেই ৩ রাজ্য হল মহারাষ্ট্র, ছত্তীসগঢ় ও পঞ্জাব। সেই মতো সব রাজ্যের মুখ্যসচিব ও পুলিশ আধিকারিকদের নিয়ে বৈঠক করেছিলেন কেন্দ্রীয় সচিব রাজীব গৌবা। ২ এপ্রিলের তথ্য অনুযায়ী, সংক্রমণ বৃদ্ধির হার গত বছরের জুন মাসকেও ছাপিয়ে গিয়েছে। গত বছর জুন মাসে দেশে করোনা সংক্রমণ বৃদ্ধির হার ছিল ৫.৫ শতাংশ। কিন্তু সেই সংক্রমণ বৃদ্ধির হার ছাপিয়ে গিয়েছে দেশে এখন করোনা সংক্রমণ বৃদ্ধির হার। দেশে এখন করোনা সংক্রমণ বৃদ্ধির হার ৬.৮ শতাংশ।

কেন্দ্র জানিয়েছে, স্রেফ ১০ জেলাই দেশের মোট সক্রিয় করোনা আক্রান্তর ৫০ শতাংশের ঠিকানা। সেই ১০ জেলা হল- পুনে, মুম্বই, নাগপুর, থানে, নাসিক, বেঙ্গালুরু, ঔরঙ্গাবাদ, দিল্লি, আহমেদনগর ও নন্দেদ। উদ্বেগজনক ১১ রাজ্যের মধ্যে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি করোনা আক্রান্ত হয়েছেন মহারাষ্ট্রে। সে রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৪৭ হাজার ৯১৩ জন। কেরলে করোনা আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫০৮ জন। মধ্য প্রদেশে ২ হাজার ৭৭৭ জন। পঞ্জাবে ২ হাজার ৮৭৩ জন। দিল্লিতে ৪ হাজার ১৭৪ জন। কর্নাটকে ৪ হাজার ৯৯১ জন।

আরও পড়ুন: ছত্তীসগঢ়ে মাওবাদী-কেন্দ্রীয় বাহিনীর সংঘর্ষে শহীদ ৫ জওয়ান, খতম কমপক্ষে ২ মাওবাদী