ভোপাল: মধ্য প্রদেশে বিধানসভা নির্বাচন আর এক মাসও বাকি নেই। ১৭ নভেম্বর ভোট হবে ২৩০টি বিধানসভা আসনে। তার আগে সে রাজ্যের বিধায়কদের সম্পত্তির হিসাব সংক্রান্ত একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে। অ্যাসোসিয়েশন পর ডেমোক্রেটিক রিফর্মস (এডিআর)-এর প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, মধ্য প্রদেশের বর্তমান বিধায়কদের মধ্যে ১৮৬ জন কোটিপতি। অর্থাৎ মোট বিধায়কের ৮১ শতাংশই কোটিপতি। এর মধ্যে ভারতীয় জনতা পার্টির ১২৯ জন বিধায়কের মধ্যে ১০৭ জন (৮৩ শতাংশ) কোটিপতি। কংগ্রেসের ৯৭ জন বিধায়কের মধ্যে ৭৬ জন (৭৮ শতাংশ) কোটিপতি। চার জন নির্দল বিধায়কের মধ্যে তিন জনই কোটিপতি।
এডিআর-এর রিপোর্ট থেকে জানা যাচ্ছে, মধ্য প্রদেশের ২৩০ জন বিধায়কের গড় সম্পত্তির পরিমাণ ১০.৭৬ কোটি টাকা। ২০১৩ সালে ওই সংখ্যক বিধায়কের গড় সম্পত্তি ছিল ৫.২৪ কোটি টাকার।
মধ্য প্রদেশের বিধায়কদের মধ্যে সবথেকে ধনী বিজেপি বিধায়ক সঞ্জয় পাঠক। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ২২৬ কোটি টাকা। ২০১৩ সালে যা ছিল ১৪১ কোটি টাকা। ধনী বিধায়কের তালিকায় ষষ্ঠ স্থানে কংগ্রেস নেতা ও সে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথ। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১২৪ কোটি টাকা। মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহ্বানের মোট সম্পত্তি ৭ কোটি টাকার বেশি।
মধ্য প্রদেশের অধিকাংশ বিধায়কই বিপুল সম্পত্তির মালিক হলেও। সে রাজ্যে এমনও বেশ কয়েক জন বিধায়ক রয়েছেন যাঁদের সম্পত্তির পরিমাণ অন্য বিধায়কদের থেকে অনেকটাই কম। ৬ জন বিজেপি বিধায়ক এবং ৪ জন কংগ্রেস বিধায়ক সম্পত্তির নিরিখে পিছনের দিকে রয়েছেন। মধ্য প্রদেশের বিধায়কদের মধ্যে ৪০ শতাংশের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে বলে উঠে এসেছে এডিআর-এর রিপোর্টে। ওই রিপোর্টে বিধায়কদের শিক্ষাগত যোগ্যতার বিষয়টিও উল্লেখিত হয়েছে।