Pune Crime: টিকল না সমকামী প্রেম, প্রাক্তন প্রেমিকের রোষের শিকার কলেজ পড়ুয়া
Murder in Pune: ধারাল অস্ত্র দিয়ে নৃশংসভাবে কুপিয়ে খুন করা হয়েছে ওই কলেজ পড়ুয়াকে। অভিযোগ, প্রাক্তন সমকামী প্রেমিকই ওই যুবককে কুপিয়ে খুন করেছে। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই পুলিশ ওই প্রাক্তন প্রেমিককে গ্রেফতার করেছে।
পুনে: পুনেতে বিবিএ পড়তে গিয়েছিল যুবক। ওয়াঘোলিতে বাকোরি রোড এলাকায় এক হস্টেলে থাকত। বছর একুশের ওই যুবক কলেজে পড়াশোনা চলাকালীনই এক ব্যক্তির সঙ্গে সমকামী প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিল। কিন্তু সেই সম্পর্ক বেশিদিন স্থায়ী হয়নি। সম্পর্ক ভাঙার সেই রাগেই কি এবার খুন হতে হল যুবককে? ধারাল অস্ত্র দিয়ে নৃশংসভাবে কুপিয়ে খুন করা হয়েছে ওই কলেজ পড়ুয়াকে। অভিযোগ, প্রাক্তন সমকামী প্রেমিকই ওই যুবককে কুপিয়ে খুন করেছে। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই পুলিশ ওই প্রাক্তন প্রেমিককে গ্রেফতার করেছে।
প্রাথমিকভাবে পুলিশ সূত্রে জানা যাচ্ছে, গত মঙ্গলবার হস্টেলের কাছেই একটি সুইমিং পুলের কাছে যুবকের উপর হামলা চালায় অভিযুক্ত ব্যক্তি। যুবককে ধারাল অস্ত্র দিয়ে এলোপাথারি কুপিয়ে ঘটনাস্থল থেকে চম্পট দেয় অভিযুক্ত। মাঝবয়সি ওই ব্যক্তিকে ছুটে পালাতে দেখে পথচলতি এক ব্যক্তি সেদিকে এগিয়ে যান। ঘটনাটি প্রথম তাঁরই নজরে আসে। সুইমিং পুলে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিল ওই পড়ুয়া। গোটা সুইমিং পুল রক্তে ভেসে যাচ্ছিল। ওই পথচারীই সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন। দেরি না করে তিনিই উদ্যোগী হয়ে ওই আক্রান্ত যুবককে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন।
পুলিশ সূত্রে খবর, যখন যুবককে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল, তখনও তাঁর জ্ঞান ছিল। সেই সময়ই আক্রান্ত যুবক ওই পথচারীকে হামলাকারীর নাম জানায়। ওই হামলাকারীর সঙ্গে নিজের প্রেমের সম্পর্কের কথাও জানিয়েছিল পড়ুয়া। এরপর হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় ওই যুবকের।
সেই তথ্যের ভিত্তিতে পুলিশের একাধিক পৃথক পৃথক টিম তল্লাশি অভিযান শুরু করে এবং অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে। অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় মামলা রুজু করে তদন্ত চালাচ্ছে পুলিশ।