Drinking on streets: রাস্তায় মদ্যপান? মহিলাদের এই মূর্তি দেখলে ২ বার ভাববেন মদ্যপরা…

Aug 25, 2024 | 2:15 PM

Drinking on streets: মহিলাদের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়ে একজন লিখেছেন, "মহিলারাই পৃথিবীকে ঠিক করতে পারবে। এটা কেন আমরা বলি, এই তার প্রমাণ।" সরকারের নিষ্ক্রিয়তাকে কাঠগড়ায় তুলে আর একজন বলেন, "প্রশাসন যখন তার দায়িত্ব ঠিকমতো পালন করে না, তখন মানুষ আইন নিজের হাতে তুলে নেয়।" আর একজন লিখেছেন, "দারুণ কাজ। আপনার এলাকা পরিষ্কার করুন।"

Drinking on streets: রাস্তায় মদ্যপান? মহিলাদের এই মূর্তি দেখলে ২ বার ভাববেন মদ্যপরা...
প্রতীকী ছবি

Follow Us

মুম্বই: কেউ বাইকের উপর বসে। কেউ রাস্তাতেই পা ছড়িয়ে বসে। দিব্যি চলছে মদ্যপান। তার সঙ্গে হট্টগোল। একদিনের ঘটনা নয়। এ যেন নিত্যসঙ্গী। আর এতেই তিতিবিরক্ত হয়ে পথে নামলেন মহিলারা। কার্যত ঝেঁটিয়ে বিদেয় করলেন মদ্যপদের। ঘটনাটি মুম্বইয়ের কান্দিভালি এলাকার। আর মহিলাদের এই রুদ্রমূর্তির ভিডিয়ো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

কান্দিভালির লালজি পদ এলাকায় রোজ সন্ধ্যে থেকে রাস্তা দখল করে শুরু হয় মদ্যপান। স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরেই এই নিয়ে সরব। মদ্যপান, হট্টগোলের জেরে অসুবিধেয় পড়েন তাঁরা। দিনের পর দিন এই মদ্যপদের হট্টগোলে অতিষ্ঠ হয়ে নিজেরাই পদক্ষেপের সিদ্ধান্ত নেন মহিলারা। স্থানীয় মহিলারা হাতে ঝাঁটা নিয়ে নেমে আসেন রাস্তায়। রাস্তা থেকে কার্যত ঝেঁটিয়ে বিদেয় করেন মদ্যপদের।

গত ২৪ অগস্ট এই ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ভিডিয়োটি সামনে আসার পর নেটিজেনরা নানা মন্তব্য করেন। মহিলাদের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়ে একজন লিখেছেন, “মহিলারাই পৃথিবীকে ঠিক করতে পারবে। এটা কেন আমরা বলি, এই তার প্রমাণ।” সরকারের নিষ্ক্রিয়তাকে কাঠগড়ায় তুলে আর একজন বলেন, “প্রশাসন যখন তার দায়িত্ব ঠিকমতো পালন করে না, তখন মানুষ আইন নিজের হাতে তুলে নেয়।” আর একজন লিখেছেন, “দারুণ কাজ। আপনার এলাকা পরিষ্কার করুন।” কেউ কেউ এই ভিডিয়োয় মুম্বই পুলিশকেও ট্যাগ করেছেন। এবং রাস্তায় যাঁরা মদ্যপান করছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন জানান।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

Next Article