Suicide: ঘরের দরজা বন্ধ, ছাদ দিয়েই প্রেমিকার ঘরে ঢুকল প্রেমিক, তারপরই সেই ঘটনা

Jan 18, 2025 | 10:57 PM

Suicide: উত্তর-পশ্চিম দিল্লির ওম নগর এলাকায় নিজের বাড়িতে বছর তেইশের ওই যুবতীর দেহ উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে, যুবতীর দেহ মেঝেতে পড়েছিল। দেখে মনে হচ্ছিল, খুন করে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা হয়েছে।

Suicide: ঘরের দরজা বন্ধ, ছাদ দিয়েই প্রেমিকার ঘরে ঢুকল প্রেমিক, তারপরই সেই ঘটনা
প্রতীকী ছবি

Follow Us

দিল্লি: ঠিক যেন সিনেমা। ছাদ দিয়ে রুমে ঢুকে খুন করে পালিয়ে গেল আততায়ী। যাতে পুলিশের মনে হয়, খুন নয়, আত্মহত্যার ঘটনা। এমনই ঘটেছে উত্তর-পশ্চিম দিল্লিতে। এক যুবতীকে খুন করা হয়েছে। আর আততায়ী অন্য কেউ নয়, যুবতীর প্রেমিক। প্রেমিকাকে খুনের অভিযোগে শাকির নামে বছর ছাব্বিশের ওই যুবককে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ।

শুক্রবার উত্তর-পশ্চিম দিল্লির ওম নগর এলাকায় নিজের বাড়িতে বছর তেইশের ওই যুবতীর দেহ উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে, ঘরের দরজা বন্ধ ছিল। যুবতীর দেহ মেঝেতে পড়েছিল। দেখে মনে হচ্ছিল, খুন করে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা হয়েছে। এরপর একাধিক দিক খতিয়ে দেখে পুলিশ বুঝতে পারে, কেউ একজন ছাদ দিয়ে রুমে ঢুকেছিল। তারপর যুবতীকে খুন করে। আত্মহত্যার ঘটনা বলে চালানোর চেষ্টা করা হয়।

আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করে। এরপরই শাকিরকে গ্রেফতার করা হয়। জানা যায়, শাকির ওই যুবতীর প্রেমিক।

এই খবরটিও পড়ুন

জেরায় ধৃত যুবক জানিয়েছেন, প্রেমিকার অন্য সম্পর্ক রয়েছে বলে সন্দেহ করতেন তিনি। তার জেরেই প্রেমিকাকে খুন করেছেন।

চলতি মাসের শুরুতে জনকপুরীতে স্ত্রীকে খুনের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করে দিল্লি পুলিশ। ধৃত ব্যক্তি সন্দেহ করতেন, তাঁর স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে। সেই সন্দেশের বশেই স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করেন। স্ত্রীর বন্ধুকেও খুনের পরিকল্পনা করেছিলেন ওই ব্যক্তি।

 

Next Article