নয়াদিল্লি: অজানা রোগ ভয় দেখাচ্ছে উপত্যকায়। ইতিমধ্যে, গত ১৪ দিনে এক অজানা রোগে মৃত্যু হয়েছে একাধিক মানুষের। সোমবার চিকিৎসকদের একটি দল নমুনা সংগ্রহ করে ফেরার পথেই মৃত্যু হল আরও এক রোগী। সব মিলিয়ে রহস্যময় এই রোগ প্রাণ কাড়ল মোট ৯ জনের।
জম্মু ও কাশ্মীর রাজৌরি এলাকায় প্রথম এই অজানা রোগের হদিশ মেলে। এদিন সেই তথ্যের ভিত্তিতেই রাজৌরি এলাকার বাদ্দল গ্রামে নমুনা সংগ্রহের কাজে পৌঁছে যায় চন্ডিগড়ের একটি চিকিৎসকদের দল।
সোমবার এই অজানা রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় সেই গ্রামের এক মহিলার। জানা যায়, এর আগেই একই রোগে আক্রান্ত হয়ে অস্বাভাবিক মৃত্যু হয়েছে তার তিন সন্তানের। যথাযথ চিকিৎসা দিয়েও নাকি বাঁচানো সম্ভব হয়নি সেই ছোট্ট প্রাণগুলিকে। গত ১২ই ডিসেম্বর, হঠাৎ তাদের স্থানীয় সরকারি হাসপাতালে ভর্তি করেন তিনি। কিন্তু তাতেও প্রাণে বাঁচানো সম্ভব হয়নি খুদেগুলিকে। উল্টে তাদের মৃত্যুর দিন পাঁচেকের মধ্যেই কোনও রকম শারীরিক অসুস্থতা ছাড়াই দুর্বলবোধ করতে শুরু করেন সেই মহিলা। আর তারপরেই ঘটে মৃত্যু।
গত ১৪ দিনে এই অজানা রোগে আক্রান্ত হয়ে মৃত্যু ঘটল মোট ৯ জনের। যার মধ্যে সাত জন একটিই পরিবারের সদস্য। অন্য দু’জন দু’টি আলাদা পরিবারের।
এদিন রাজৌরির এই ‘অভিশপ্ত গ্রামে’ পৌঁছে যান কাশ্মীরের স্বাস্থ্যমন্ত্রী, জলশক্তি মন্ত্রী এবং অন্যান্য আধিকারিকরা। ঘটনাস্থল খতিয়ে দেখা হয়। ইতিমধ্যে নমুনা সংগ্রহে করে অজানা রোগের অনুসন্ধান চালাচ্ছে এক চিকিৎসক।