Meerut Stampede: মিরাটে এবার হাথরাসের ছায়া, ধর্মকথা শুনতে এসে পদপিষ্ট একাধিক
Meerut Stampede: পন্ডিত প্রদীপ মিশ্র নামে এক কথাবাচকের অনুষ্ঠানেই ঘটনাটি ঘটেছে। শুক্রবার ছিল ষষ্ঠ দিন। আর প্রদীপ মিশ্রের ভাষণ শুনতে হাজির হয়েছিলেন কয়েক লক্ষ অনুগামী এবং ভক্ত। মিরাটের শতাব্দীনগরে কেদারেশ্বর সেবা সমিতি এই অনুষ্ঠানের আয়োজন করেছিল। গত ১৫ ডিসেম্বর থেকে চলছিল অনুষ্ঠানটি। প্রতিদিন দুপুর ১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে এই অনুষ্ঠান।
মিরাট: হাথরাসের ছায়া পড়ল মিরাটে। আচমকা হুড়োহুড়ি। তারপরেই ফের পদপিষ্ট হওয়ার ঘটনা। আহত একাধিক। হতাহতের খবর এখনও মেলেনি। সাতদিন ব্যাপী একটি অনুষ্ঠানে শেষের ঠিক আগের দিনেই ঘটল বিপত্তি।
জানা গিয়েছে, পন্ডিত প্রদীপ মিশ্র নামে এক কথাবাচকের অনুষ্ঠানেই ঘটনাটি ঘটেছে। শুক্রবার ছিল ষষ্ঠ দিন। আর প্রদীপ মিশ্রের ভাষণ শুনতে হাজির হয়েছিলেন কয়েক লক্ষ অনুগামী এবং ভক্ত। মিরাটের শতাব্দীনগরে কেদারেশ্বর সেবা সমিতি এই অনুষ্ঠানের আয়োজন করেছিল। গত ১৫ ডিসেম্বর থেকে চলছিল অনুষ্ঠানটি। প্রতিদিন দুপুর ১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে এই অনুষ্ঠান।
আগত অনুগামীদের সংখ্যা অতিরিক্ত হয়ে যাওয়ার জেরে অনুষ্ঠান কেন্দ্রের মূল দরজা বন্ধ করে দেয় নিরাপত্তার দায়িত্বে থাকা রক্ষীরা। আর তার জেরেই শুরু হয়ে যায় ধাক্কাধাক্কি। ঘটে বিপত্তি। অবশ্য, এখনও পর্যন্ত ঠিক কত সংখ্যক মানুষ পদপিষ্ট হয়েছে সে সম্পর্কে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি প্রশাসন তরফে।
প্রসঙ্গত, মাস কয়েক আগে হাথরাসের এক স্বঘোষিত ধর্মগুরুর অনুষ্ঠানেও ঘটেছিল একই ঘটনা। ধর্মগুরু সুরজ পাল ওরফে ভোলে বাবার ডাকে হাজির হয়েছিল লক্ষ লক্ষ মানুষ। অনুষ্ঠান শেষে ঘটে বিপত্তি। হুড়োহুড়িতে পদপিষ্ট হন একশোর অধিক। অতিরিক্ত ভিড়ই বিপর্যয়ের কারণ, এমনটাই জানিয়েছিল পুলিশের বিশেষ তদন্তকারী দল।
এই ঘটনার পরেই স্বঘোষিত ধর্মগুরু বিরুদ্ধে প্রকাশ্যে এসেছিল ভূরি ভূরি অভিযোগ উঠে আসে। সেই সৎসঙ্গে যেখানে উপস্থিত থাকার কথা ছিল মোট ৮০ হাজার ভক্তের, তার পরিবর্তে সেখানে উপস্থিত হয়েছিল প্রায় আড়াই লক্ষ অনুগামী ও ভক্ত। গোটা ঘটনায় মূল উদ্যোক্তা-সহ মোট ন’জনকে গ্রেফতার করা হলেও অধরাই রয়ে গিয়েছিলেন ভোলে বাবা। এমনকী, তার বিরুদ্ধে দায়ের হয়নি কোনও এফআইআরও।