Maldah: পুলিশেরও ‘জমি দখল’, কাঠগড়ায় তৃণমূল
Maldah: মালদহের হরিশ্চন্দ্রপুর থানা এলাকার মহেন্দ্রপুরের বাসিন্দা মহিলা পুলিশ কর্মী কনক সরকার। তিনি হোমগার্ড পদে কর্মরত। দীর্ঘদিন ধরেই তাঁর স্বামীর মৃত্যু হয়েছে।
মালদহ: এবার পুলিশের জমি দখল। কাঠগড়ায় তৃণমূল কর্মী। দখলমুক্ত করতে গেলে তৃণমূলেরই দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ। ঘটনাকে ঘিরে উত্তেজনা মালদহের হরিশ্চন্দ্রপুর থানা এলাকায়। গ্রেফতার তৃণমূল কর্মী জমি মাফিয়া। গ্রেফতার তাঁর ভাইও।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মালদহের হরিশ্চন্দ্রপুর থানা এলাকার মহেন্দ্রপুরের বাসিন্দা মহিলা পুলিশ কর্মী কনক সরকার। তিনি হোমগার্ড পদে কর্মরত। দীর্ঘদিন ধরেই তাঁর স্বামীর মৃত্যু হয়েছে।
পুলিশ কর্মী কনকেরই ৫৪ শতক জমি দখলের চেষ্টা চলে বলে অভিযোগ। অভিযোগ এলাকার জমি মাফিয়া মনিশ স্বর্ণকার বিরুদ্ধে। অভিযোগ মণীশ ও তাঁর ভাই নীতিশ স্বর্ণকার দুজনে এবং তার দলবল হামলা চালায়। শুক্রবার কনক তাঁর নিজের জমি বিক্রি করতে চেয়ে এক পক্ষকে জায়গা দেখাতে এসেছিলেন। তখনই হামলা চলে বলে অভিযোগ। তখন বাধা দেয় তৃণমূলেরই অপর পক্ষ। সংঘর্ষে পাঁচ-ছ’জন গুরুতর আহত হয়েছেন বলে জানা গিয়েছে। তাঁদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। মূল অভিযুক্ত দুই ভাইকে গ্রেফতার করা হয়েছে। বাকিরা পলাতক। তাঁদের খোঁজে তল্লাশি চলছে। তবে এই ঘটনায় তৃণমূলের তরফ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।