Hit and Run: গাড়িতে ধাক্কা মেরে ৬ পথচারীকে পিষে দিল ট্রাক, রক্তে ভেসে গেল হাইওয়ে
ক্রেন দিয়ে ট্রাকের চাকার নীচে থেকে হতাহতদের উদ্ধার করা হচ্ছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
উন্নাও: ফের হিট অ্যান্ড রান ঘটনার পুনরাবৃত্তি। এবার ঘটনাস্থল উত্তরপ্রদেশ। এবার দ্রুত গতিতে আসা একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল ৬ পথচারীর। গুরুতর জখম হয়েছেন আরও কয়েকজন। রবিবার সন্ধ্যায় মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের উন্নাও জেলার লখনপুর-কানপুর হাইওয়েতে।
পুলিশ জানায়, উন্নাও জেলার লখনউ-কানপুর হাইওয়েতে দ্রুতগতিতে আসা একটি ট্রাক একটি গাড়িতে ধাক্কা মারে এবং তারপরই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। তারপরই ট্রাকের তলায় পিষ্ট হয়ে যান প্রায় ৬ জন। গুরুতর আহত হয়েছেন আরও কয়েকজন। ট্রাকের চাকের নীচে আটকে রয়েছেন অনেকেই। ক্রেন দিয়ে ট্রাকটি তুলে হতাহতদের উদ্ধার করা হচ্ছে।
জানা গিয়েছে, লখনউ-কানপুর হাইওয়ের আঁচালগঞ্জ থানার অধীনস্থ এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে। খবর পেয়েই ঘটনাস্থলে গিয়েছেন খোদ অ্যাসিস্ট্যান্ট সুপারিটেন্ডেন্ট অফ পুলিশ (ACP) শশী শেখর সিং। তিনি জানান, ক্রেন দিয়ে ট্রাকের চাকার নীচে থেকে হতাহতদের উদ্ধার করা হচ্ছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।