AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Aadhar Card Update Charges: আধার কার্ডের দরুন বাড়ল খরচ, নতুন মাসে শুরু নতুন দর….

Aadhar Card Charge Hiked: পাশাপাশি, কেউ যদি আধার সেন্টারে গিয়ে কাজ করাতে না পারেন, তা হলে সেক্ষেত্রে সেই নির্দিষ্ট ব্যক্তির বাড়ি গিয়ে আধার সংক্রান্ত যে কোনও কাজের দরুন পড়বে জিএসটি-সহ ৭০০ টাকা। আর একজনের বেশি জনের আধার আপডেট করতে হলে প্রতি ব্যক্তির নিরিখে বাড়তি ৩৫০ টাকা করে দিতে হবে।

Aadhar Card Update Charges: আধার কার্ডের দরুন বাড়ল খরচ, নতুন মাসে শুরু নতুন দর....
প্রতীকী ছবিImage Credit: Getty Image
| Updated on: Oct 03, 2025 | 1:29 PM
Share

নয়াদিল্লি: নতুন মাস, নতুন দর। আধার কার্ডের জেরে খরচ বাড়ল সাধারণের। সম্প্রতি এই আধার কার্ড আপডেটের জন্য নির্ধারিত দর বাড়িয়েছে ইউনিক আইডেন্টিফিকেশন অথোরিটি অব ইন্ডিয়া। এবার থেকে একটি আধার কার্ডে উল্লেখিত তথ্য পরিবর্তন বা আপডেট করার খরচ আরও বাড়ল বললেই চলে। জানা গিয়েছে, চলতি মাসের পয়লা তারিখ থেকে কার্যকর হয়েছে এই নতুন দর কাঠামো। যা আগামী ২০২৮ সালের অক্টোবর মাস পর্যন্ত বহাল থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এরপর দাম কমতেও পারে আবার বাড়তেও পারে।

কিন্তু নয়া নিয়ম অনুযায়ী কত টাকা খরচ বাড়ল সাধারণের? আধার কার্ডের প্রতিটি তথ্য পরিবর্তন বা আপডেট করার জন্য বিভিন্ন দর কাঠামো রয়েছে। যেমন ডেমোগ্রাফি আপডেট বা নিজের নাম, ঠিকানা, জন্ম তারিখ এবং মোবাইল নম্বর পরিবর্তন করতে আগে লাগত ৫০ টাকা। এবার থেকে সেই খরচ বেড়ে হয়েছে ৭৫ টাকা।

কত খরচ বাড়ল?

একই ভাবে বায়োমেট্রিক সংক্রান্ত কোনও আপডেট অর্থাৎ নিজের ছবি, চোখের রেটিনা স্ক্যান বা আঙুলের ছাপ আপডেট করার জন্য খরচ পড়বে ১৫০ টাকা। আগে যেখানে খরচ পড়ত ১২৫ টাকা। অবশ্য, এই বায়োমেট্রিক আপডেট বিনামূল্যেও করানো সম্ভব। কেন্দ্রের তরফে জানা গিয়েছে, ৫ থেকে ৭ বছর এবং ১৫ থেকে ১৭ বছরের মধ্য়ে করা প্রথম বায়োমেট্রিক আপডেটের জন্য কোনও টাকা দিতে হবে না। মাঝে ৭ থেকে ১৫ বছরের জন্য বায়োমেট্রিক আপডেটের খরচ ১২৫ টাকাই থাকছে।

পাশাপাশি, কেউ যদি আধার সেন্টারে গিয়ে কাজ করাতে না পারেন, তা হলে সেক্ষেত্রে সেই নির্দিষ্ট ব্যক্তির বাড়ি গিয়ে আধার সংক্রান্ত যে কোনও কাজের দরুন পড়বে জিএসটি-সহ ৭০০ টাকা। আর একজনের বেশি জনের আধার আপডেট করতে হলে প্রতি ব্যক্তির নিরিখে বাড়তি ৩৫০ টাকা করে দিতে হবে।