AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ECI on Aadhaar Card: বাংলায় SIR-র বড় ঘোষণা, খেলা ঘুরে গেল আধার কার্ডেই?

Election Commission News: বিহারে এসআইআর-র সময় আধার কার্ডকে গুরুত্ব দিতে চাইনি তাঁরা। এদিকে নানা মহলের দাবি, দেশের গরিব মানুষের কাছে আধার, রেশন, এপিক কিংবা জব কার্ড ছাড়া রয়েছেটা কি? পরবর্তীতে এই বির্তকই গড়ায় আদালত পর্যন্ত। সুপ্রিম নির্দেশেই আধারকেও মান্য়তা দিতে রাজি হয় কমিশন। তবে পরিচয়পত্র হিসাবে। সম্ভবনা ছিল বাংলার ক্ষেত্রে সেই একই বিতর্ক মাথা চাড়া দিতে পারে। একাংশের মতে, আগেভাগে সেটা টের পেয়ে গিয়েছিলেন জ্ঞানেশ কুমার। তাই কোনও বিতর্ক ছাড়াই আধারকে বাংলা-সহ মোট ১২টি রাজ্য়ের SIR প্রক্রিয়ায় মান্যতা দিলেন তিনি।

ECI on Aadhaar Card: বাংলায় SIR-র বড় ঘোষণা, খেলা ঘুরে গেল আধার কার্ডেই?
আধার কার্ডে নতুন নিয়ম?Image Credit: নিজস্ব চিত্র
| Updated on: Oct 27, 2025 | 6:34 PM
Share

নয়াদিল্লি: রাত পোহালেই শুরু হয়ে যাবে ভোটার তালিকার বিশেষ নিবিড় পরিমার্জন। প্রক্রিয়ার দ্বিতীয় পর্যায়ে এক ধাক্কায় মোট ১২টি রাজ্যে এসআইআর ঘোষণা করল নির্বাচন কমিশন। সোমবার বিকালে সাংবাদিক বৈঠক থেকে সেই ঘোষণা করেছে তাঁরা। আগামিকাল থেকে বাংলা-সহ আন্দামান ও নিকোবর, ছত্তীসগঢ়, গুজরাট, গোয়া, কেরল, লাক্ষ্মাদ্বীপ, মধ্য প্রদেশ, পুঁদুচেরি, রাজস্থান, তামিলনাড়ু ও উত্তর প্রদেশে শুরু হবে SIR। বিহারের ক্ষেত্রে আধার কার্ড নিয়ে নানা অস্বস্তির মুখে পড়তে হয়েছিল নির্বাচন কমিশনকে। একই পরিস্থিতি কি দেখা যাবে বাংলা-সহ বাকি রাজ্যগুলির ক্ষেত্রেও? নাকি আধার কার্ড নিয়ে এখানে আগেভাগেই সতর্ক কমিশন?

কী বললেন জ্ঞানেশ কুমার?

এদিন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বললেন, ‘আধার নাগরিকত্ব ও ঠিকানার যথার্থ প্রমাণ নয়। সুপ্রিম কোর্ট আগেই বলে দিয়েছে, আধার কার্ডের ব্যবহার আধার আইন ধরেই হবে। আর আধার আইনে ৯নং ধারায় এটা স্পষ্ট উল্লেখ রয়েছে, যে আধার কখনওই জন্ম ও ডোমিসাইল বা ঠিকানার প্রমাণ নয়। এটা শুধু পরিচয়পত্র হিসাবে কাজ করে। তাই সেই নিয়ম মেনেই আধারকে গুরুত্ব দেওয়া হবে।’ বলে রাখা প্রয়োজন, কমিশনের এই দাবি আজকের নয়। একেবারে প্রথম থেকেই আধার প্রসঙ্গে একই মতামত পোষণ করছে নির্বাচন কমিশন। বিহারে এসআইআর-র সময় আধার কার্ডকে গুরুত্ব দিতে চাইনি তাঁরা। এদিকে নানা মহলের দাবি, দেশের গরিব মানুষের কাছে আধার, রেশন, এপিক কিংবা জব কার্ড ছাড়া রয়েছেটা কি? পরবর্তীতে এই বির্তকই গড়ায় আদালত পর্যন্ত। সুপ্রিম নির্দেশেই আধারকেও মান্য়তা দিতে রাজি হয় কমিশন। তবে পরিচয়পত্র হিসাবে। সম্ভবনা ছিল বাংলার ক্ষেত্রে সেই একই বিতর্ক মাথা চাড়া দিতে পারে। একাংশের মতে, আগেভাগে সেটা টের পেয়ে গিয়েছিলেন জ্ঞানেশ কুমার। তাই কোনও বিতর্ক ছাড়াই আধারকে বাংলা-সহ মোট ১২টি রাজ্য়ের SIR প্রক্রিয়ায় মান্যতা দিলেন তিনি।

লাগবে না কোনও নথি

এই এসআইআর পর্বে একটা অংশকে কোনও নথি দেখাতে হবে না বললেই চলে। সাধারণভাবে এসআইআর প্রক্রিয়ার চূড়ান্ত তালিকায় মোট ১২টি নথির মধ্য়ে যে কোনও একটি বা দু’টি নথি ভোটারকে নিজের নাম তোলার জন্য প্রদান করতে হয়। তবে সোমবার কমিশন জানিয়েছে, শুধুমাত্র একটা শর্ত পালন করলেই আর কোনও নথি দেখানোর প্রয়োজন হবে না। কী সেই শর্ত?

জ্ঞানেশ কুমার জানিয়েছেন, ‘SIR-এর সময় আধিকারিকরা সবার প্রথমে Enumeration Form প্রিন্ট করবে। তারপর তা বিএলও-রা ভোটারদের বাড়িতে পাঠিয়ে দেবেন। সেই Enumeration Form-র ভিত্তিতে ভোটাররা নিজেদের নাম যাচাই করবেন। শেষ এসআইআর-র চূড়ান্ত তালিকায় কোনও ভোটারের নাম বা তাঁর বাবা-মায়ের নাম থাকলে দিতে হবে না কোনও কাগজ।’