Pariniti-Raghav: পরিণীতির স্বামী ‘রাঘব চাড্ডাও গ্রেফতার হবে’, দাবি দিল্লির মন্ত্রীর

Apr 02, 2024 | 1:02 PM

AAP Minister: দিল্লির মন্ত্রী আতিশীর দাবি, "বিজেপি খুব ঘনিষ্ঠ একজনের মাধ্যমে আমাকে প্রস্তাব দিয়েছিল। আমাকে বিজেপিতে যোগ দিতে বলা হয়। সেটাই নাকি আমার রাজনৈতিক কেরিয়ারকে বাঁচাতে পারবে। আমাকে হুমকিও দেওয়া হয়, যদি আমি না যোগ দিই, মাসখানেকের মধ্য়ে ইডি আমাকে গ্রেফতার করবে।"

Pariniti-Raghav: পরিণীতির স্বামী রাঘব চাড্ডাও গ্রেফতার হবে, দাবি দিল্লির মন্ত্রীর
অতিশীর বিস্ফোরক দাবি।
Image Credit source: TV9 Bangla

Follow Us

নয়াদিল্লি: আগামী দু’মাসের মধ্যে আরও চারজন সিনিয়র লিডার গ্রেফতার হতে চলেছে বলে আশঙ্কা প্রকাশ করলেন আপ নেত্রী অতিশী। মঙ্গলবার চাঞ্চল্যকর দাবি করেন আপ নেত্রী। তাঁর বক্তব্য, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালকে গ্রেফতারের পর এবার ইডি তাঁকে, মন্ত্রী সৌরভ ভরদ্বাজ, সাংসদ রাঘব চাড্ডা ও বিধায়ক দুর্গেশ পাঠককে গ্রেফতার করতে চলেছে।

এখানেই শেষ নয়। দিল্লির মন্ত্রী আতিশীর দাবি, “বিজেপি খুব ঘনিষ্ঠ একজনের মাধ্যমে আমাকে প্রস্তাব দিয়েছিল। আমাকে বিজেপিতে যোগ দিতে বলা হয়। সেটাই নাকি আমার রাজনৈতিক কেরিয়ারকে বাঁচাতে পারবে। আমাকে হুমকিও দেওয়া হয়, যদি আমি না যোগ দিই, মাসখানেকের মধ্য়ে ইডি আমাকে গ্রেফতার করবে।”

আতিশীর দাবি, আপের সকলকে তারা জেলে ভরবে। সত্যেন্দ্র জৈন, মনীশ সিসোদিয়া, সঞ্জয় সিংয়ের পর মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। আগামী ৬০ দিনের মধ্যে আরও চারজনকে গ্রেফতার করা হবে। আতিশীর অভিযোগ আরও। রবিবার রামলীলা ময়দানে মিছিলের পর ওরা ভাবছে, চারজনের গ্রেফতারি যথেষ্ট নয়। তিনি বলেন, “আমরা অরবিন্দ কেজরীবালের সৈনিক। বিজেপির হুমকিতে আমরা ভয় পাই না।”

যদিও বিজেপির দাবি, আপ নেত্রীর এই অভিযোগ ‘ভিত্তিহীন’। বিজেপির সর্বভারতীয় মুখপাত্র আরপি সিংয়ের দাবি, “আমিও বলতে পারি সৌরভ ভরদ্বাজ আমাকে ফোন করে বাঁচাতে বলেছেন। বলেছেন, অরবিন্দ কেজরীবাল তাঁদের জেলের ঘানি টানাতে চাইছেন এবং সুনীতা কেজরীবালকে মুখ্যমন্ত্রী করতে চাইছেন। আসলে এসব ওদের ভিতরকার লড়াই। নানা রূপে সামনে আসছে।”

Next Article