নয়া দিল্লি: সর্বভারতীয় রাজনীতি ক্ষমতা বিস্তারের পথে এগোচ্ছে তৃণমূল। সামনেই চব্বিশের লোকসভা নির্বাচন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় কিছুদিন আগেই বুঝিয়ে দিয়েছেন, একা নয়, সকলকে নিয়েই বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে নামতে চান তিনি। আর এরই মধ্যে দিল্লি সফরে রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মঙ্গলবার রাজধানীতে বিজেপি সাংসদ বরুণ গান্ধীর (Barun Gandhi) সঙ্গে দেখা করলেন অভিষেক। সূত্র মারফত এমনই জানা যাচ্ছে। দুই নেতার মধ্যে প্রায় আধ ঘণ্টা কথা হয়েছে বলে জানা যাচ্ছে। তবে সূত্রের খবর দুই জনের মধ্যে কারও বাসভবনে এই সাক্ষাৎ হয়নি, দেখা হয়েছে তৃতীয় কোনও এক জায়গায়। আর এই বৈঠক ঘিরেই জল্পনা শুরু হয়েছে দিল্লির রাজনীতির অন্দরমহলে। লোকসভা ভোটের মুখে কী নিয়ে আলোচনা হল বরুণ গান্ধী ও অভিষেকের? তা নিয়ে গুঞ্জন ছড়িয়েছে ইতিমধ্যে।
প্রসঙ্গত, বরুণ গান্ধী নিজে গান্ধী পরিবারের একজন সদস্য হলেও দীর্ঘদিন ধরেই বিজেপির সঙ্গে রয়েছেন তিনি। পিলভিট লোকসভা কেন্দ্রের সাংসদ। বরুণ গান্ধীর মা মেনকা গান্ধীও বিজেপির একজন সাংসদ। অতীতে কেন্দ্রীয় মন্ত্রীও ছিলেন তিনি। সেই বরুণ গান্ধীর সঙ্গে অভিষেকের এই সাক্ষাৎ ঘিরে গুঞ্জন ক্রমেই বাড়ছে রাজধানীর রাজনীতির অন্দরমহলে। দিল্লির রাজনীতির অন্দরমহলে কান পাতলে শোনা যায়, বরুণ গান্ধীর সঙ্গে বিজেপির একাংশের দূরত্বের কথা। সেক্ষেত্রে আসন্ন লোকসভা নির্বাচনের আগে কী নিয়ে আলোচনা হল অভিষেক ও বরুণের? সূত্রের খবর, উভয়ের মধ্যে সাম্প্রতিক রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তবে এই সাক্ষাতের নেপথ্যে কোনও মাস্টারস্ট্রোক রয়েছে কি না, সেই দিকেই নজর রাজনৈতিক পর্যবেক্ষকদের।
উল্লেখ্য, আসন্ন লোকসভা নির্বাচনের আগে বিজেপি বিরোধী দলগুলিকে একছাতার তলায় আনার চেষ্টায় রয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুদিন আগেও এই নিয়ে নিজের বক্তব্য স্পষ্ট করে দিয়েছেন মমতা। বুঝিয়ে দিয়েছেন, সকলকে সঙ্গে নিয়ে বিজেপির বিরুদ্ধে ময়দানে নামতে চান তিনি। আর এরই মধ্যে অভিষেক-বরুণ সাক্ষাৎ ঘিরে আরও চর্চা বেড়েছে রাজধানীর রাজনীতিতে।