হৃষিকেশ: ২৩ জনকে নিয়ে পাহাড়ি রাস্তা ধরে এগোচ্ছিল একটি টেম্পো ট্রাভেলার। হৃষিকেশ-বদ্রীনাথ হাইওয়ে দিয়ে যাওয়ার পথেই ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। সোজা গড়িয়ে খাদে পড়ল গাড়ি। ঘটনায় ৮ জনের মৃত্যু হয়েছে, অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে খবর। উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগের কাছে ঘটেছে ঘটনাটি। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে হাসতাপালে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে। ঘটনাস্থলে রয়েছে রাজ্যের বিপর্যয় মোকাবিলা দফতরের টিম।
বিপর্যয় মোকাবিলা টিমের কমান্ডান্ট মনিকান্ত মিশ্র জানিয়েছেন, ২৩ জন যাত্রীর কথা জানা গেলেও ঠিক কতজন টেম্পোতে ছিলেন, তা স্পষ্ট নয়। অ্যাম্বুল্যান্সে করে আহতদের নিয়ে যাওয়ার ব্যবস্থা করছেন তাঁরা।
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। আহতদের সবরকম পরিষেবা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।
जनपद रुद्रप्रयाग में टेम्पो ट्रैवलर के दुर्घटनाग्रस्त होने का अत्यंत पीड़ादायक समाचार प्राप्त हुआ। स्थानीय प्रशासन व SDRF की टीमें राहत एवं बचाव कार्यों में जुटी हुई है। घायलों को नज़दीकी चिकित्सा केंद्र पर उपचार हेतु भेज दिया गया है। ज़िलाधिकारी को घटना की जाँच के आदेश दे दिए…
— Pushkar Singh Dhami (@pushkardhami) June 15, 2024