Salman Khan Residence Firing Case: পুলিশ কাস্টডিতেই আত্মঘাতী! মৃত্যু সলমনের বাড়ির সামনে গুলি-কাণ্ডে অভিযুক্তের

Salman Khan Residence Firing: পুলিশ সূত্রে খবর, অনুজকে আরও ১০ জন বন্দির সঙ্গে লক আপে রাখা হয়েছিল। লক আপের নজরদারিতে ছিলেন চাঁর-পাঁচ জন পুলিশকর্মী। এসবের মধ্যেই আচমকা এই ঘটনা ঘটে যায় বলে পুলিশ সূত্রে খবর।

Salman Khan Residence Firing Case: পুলিশ কাস্টডিতেই আত্মঘাতী! মৃত্যু সলমনের বাড়ির সামনে গুলি-কাণ্ডে অভিযুক্তের
সলমন খানের বাড়ির সামনে গুলিকাণ্ডে নয়া মোড়Image Credit source: Twitter
Follow Us:
| Updated on: May 01, 2024 | 4:58 PM

মুম্বই: সলমন খানের বাড়ির বাইরে গুলি চালানোর ঘটনায় অন্যতম অভিযুক্তের মৃত্যু। বুধবারই পুলিশ হেফাজতে থাকাকালীন আত্মহত্যার চেষ্টা করেছিল অনুজ থাপান নামে বছর বত্রিশের ওই অভিযুক্ত। সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয়েছিল হাসপাতালে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় অভিযুক্তের। উল্লেখ্য, বলি তারকা সলমন খানের বাড়ির বাইরে যে দুই শুটার গুলি চালিয়েছিল, তাদের অস্ত্রের জোগান দিয়েছিল এই অনুজ।

গত ১৪ এপ্রিল সলমানের বাড়ির বাইরে গুলি চলেছিল। সেই ঘটনার তদন্তে ২৬ এপ্রিল পঞ্জাব থেকে অনুজ থাপানকে গ্রেফতার করা হয়েছিল। পুলিশ সূত্রে খবর, আজ বেলা ১১টা নাগাদ ওই অভিযুক্ত পুলিশ লক-আপ সংলগ্ন শৌচালয়ে যায়। সেখানেই ওই অভিযুক্ত আত্মহত্যার চেষ্টা করে বলে পুলিশ সূত্রে খবর। উল্লেখ্য, অনুজকে আরও ১০ জন বন্দির সঙ্গে লক আপে রাখা হয়েছিল। লক আপের নজরদারিতে ছিলেন চাঁর-পাঁচ জন পুলিশকর্মী। এসবের মধ্যেই আচমকা এই ঘটনা ঘটে যায় বলে পুলিশ সূত্রে খবর।

কী কারণে অনুজ থাপান এই চরম সিদ্ধান্ত নিল, সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়। গোটা বিষয়টি ইতিমধ্য়েই খতিয়ে দেখতে শুরু করেছে পুলিশ।

উল্লেখ্য, গত ১৪ এপ্রিল কাকভোরে মুম্বইয়ে গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের সামনে চার রাউন্ড গুলি চালিয়ে পালিয়েছিল দুই শুটার। মুম্বই পুলিশ সূত্রে খবর, ঘটনার সময় সলমন খান বাড়িতেই ছিলেন। সেই ঘটনার পর তড়িঘড়ি তদন্ত শুরু করে পুলিশ। গুজরাটের ভূজ থেকে ভিকি গুপ্তা ও সাগর পাল নামে দুই শুটারকে পাকড়াও করা হয়। এরপর গত ২৫ এপ্রিল পঞ্জাবে এক বিশেষ অভিযানে অনুজকে গ্রেফতার করে মুম্বই পুলিশ। সেই সঙ্গে গ্রেফতার হয়েছিল সোনু সুভাষ নামে আরও এক অভিযুক্ত।