৮ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর মাদক কাণ্ডে গ্রেফতার ‘বিগ বস’ খ্যাত এজাজ খান
ফের বিতর্কে অভিনেতা তথা প্রাক্তন বিগ বস প্রতিযোগী এজাজ খান (Ajaz Khan)। মাদক মামলায় (Drug Case) মুম্বই বিমানবন্দর থেকে অভিনেতাকে গ্রেফতার করল এনসিবি (NCB)।
নয়া দিল্লি: ফের বিতর্কে অভিনেতা তথা প্রাক্তন বিগ বস প্রতিযোগী এজাজ খান (Ajaz Khan)। মাদক মামলায় (Drug Case) মুম্বই বিমানবন্দর থেকে অভিনেতাকে গ্রেফতার করল এনসিবি (NCB)। এএনআই সূত্রে খবর, দীর্ঘ ৮ ঘণ্টা জেরার পর তাঁকে গ্রেফতার করা হয়। তদন্তকারীদের করা একাধিক প্রশ্নের উত্তর এড়িয়ে যান অভিনেতা, তারপরই গ্রেফতার।
নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো জানিয়েছে, এই মুহূর্তে মুম্বইয়ের দুটি পৃথক জায়গায় তল্লাসি চালাচ্ছে এনসিবি। এই সূত্রেই আটক করা হয়েছে এজাজ খানকে। গত বৃহস্পতিবার শাদাব ফারুখ শেখ নামে একজন মাদকপাচারকারিকে গ্রেফতার করে এনসিবি। তাকে জিজ্ঞাসাবাদেই উঠে আসে এজাজ খানের নাম।
গত মঙ্গলবার রাজস্থান থেকে ফেরার সময়ে মুম্বই বিমানবন্দর থেকে এজাজ খানকে আটক করেন তদন্তকারীরা। গোপন সূত্রে খবর পেয়ে, সেখানে আগে থেকেই ওঁত পেতে ছিলেন তাঁরা। এজাজ খান বিমানবন্দরে নামতেই তাঁকে আটক করা হয়। দীর্ঘ ৮ ঘণ্টা জেরা করা হয় তাঁকে। কিন্তু তাঁর উত্তরে একাধিক অসঙ্গতি থাকায়, গ্রেফতার করা হয়।
এজাজ খানের অন্ধেরি ও লোখান্ডওয়ালার বাড়িতে তল্লাশি চালান তদন্তকারীরা। তবে এজাজ খান দাবি করতে থাকেন, তাঁর বাড়ি থেকে কিছুই পাননি এনসিবি কর্তারা। পরে অবশ্য সাংবাদিকদের চাপের মুখে এজাজ খান স্বীকার করেন, ‘মাত্র চারটি ঘুমের ওষুধ পেয়েছেন তদন্তকারীরা।’ এজাজ খানের যুক্তি, কিছুদিন আগেই তাঁর স্ত্রীর গর্ভপাত হয়েছে, তার জন্য মানসিক অবসাদে ছিলেন তিনি। তিনিই ঘুমের ওষুধ খান বলে দাবি করেছেন এজাজ খান। সুশান্ত সিং রাজপুতের রহস্যমৃত্যুর তদন্তে নেমেই এজাজ খানকে গ্রেফতার করেছে পুলিশ।
আরও পড়ুন: এক ফোঁটা রক্ত ও ঘণ্টাখানেক সময়, বলে দেবে আপনি কোডিভ পজিটিভ কি না
২০০৩ সাবে ‘পথ’ নামের সিনেমার মাধ্যমে অভিনয় জগতে সফর শুরু করেন এজাজ। কিন্তু কখনই মুম্বইয়ের গ্ল্যামার জগতে তেমন গুরুত্বপূর্ণ চরিত্র পাননি। ছোটখাটো ভিলেনের চরিত্র করেছেন হিন্দি ও তেলুগু সিনেমা। কয়েকটি হিন্দি ধারাবাহিকেও পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন। সলমন খান (Salman Khan) ‘বিগ বস ৭’-এর প্রতিযোগী হিসেবে সবচেয়ে বেশি পরিচিত হন এজাজ। অভিনেতার কাছ থেকে মাদক কেস সংক্রান্ত নানা তথ্য উঠে আসতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা।