AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Manipur: আর হিংসা নয়, মণিপুরে অবশেষে ফিরছে শান্তি, বড় পদক্ষেপ কুকি-মেতেইদের

Manipur Peace Pact: গত বছরের মে মাসে মণিপুরে হিংসা ছড়ায়।  সংরক্ষণ নিয়ে ভুল তথ্য ছড়িয়ে পড়ায় কুকি ও মেতেই জনগোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে। মাসের পর মাস অতিক্রান্ত হয়ে গেলেও, সেই হিংসার আগুন নেভেনি। শতাধিক মানুষের মৃত্য়ু হয়েছে।

Manipur: আর হিংসা নয়, মণিপুরে অবশেষে ফিরছে শান্তি, বড় পদক্ষেপ কুকি-মেতেইদের
মণিপুরে শান্তি চুক্তি।Image Credit source: TV9 বাংলা
Follow Us:
| Edited By: | Updated on: Aug 02, 2024 | 10:19 AM

ইম্ফল: এক বছর পার হয়ে গিয়েছে, হিংসার আগুন তবু নিভছিল না। অবশেষে মণিপুরে (Manipur) শান্তি ফেরার আশা। মণিপুরে মেতেই ও কুকি সম্প্রদায়ের মধ্যে স্বাক্ষর হল চুক্তি। দুই পক্ষই হিংসা থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গিয়েছে।

গত বছরের মে মাসে মণিপুরে হিংসা ছড়ায়।  সংরক্ষণ নিয়ে ভুল তথ্য ছড়িয়ে পড়ায় কুকি ও মেতেই জনগোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে। মাসের পর মাস অতিক্রান্ত হয়ে গেলেও, সেই হিংসার আগুন নেভেনি। শতাধিক মানুষের মৃত্য়ু হয়েছে। ঘরছাড়া হয়েছেন হাজার হাজার মানুষ। কেন্দ্রের তরফেও হিংসা মেটাতে হস্তক্ষেপ করা হলেও, সমস্যা মেটেনি। তবে অবশেষে শান্তি ফেরার আশা মণিপুরে।

শান্তিচুক্তি।

বৃহস্পতিবার  মণিপুরের ডিআইজি সিআরপিএফ এবং অসম রাইফেলের শীর্ষ আধিকারিকদের উপস্থিতিতে শান্তি চুক্তিতে স্বাক্ষর করল মেতেই এবং কুকি সম্প্রদায়ের নেতারা। জানা গিয়েছে, দুই পক্ষই হিংসা থেকে বিরত থাকার সিদ্ধান্তে সহমত হয়েছে। আগামী ১৫ অগস্ট পরবর্তী বৈঠক হবে।

প্রসঙ্গত, কয়েকদিন আগেই মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের সঙ্গে বৈঠক করেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যের বর্তমান অবস্থা এবং সমস্যা মেটাতে কী পদক্ষেপ করছে সরকার, তা নিয়ে খোঁজ নেন প্রধানমন্ত্রী মোদী। এদিকে, চলতি সংসদের অধিবেশনেও মণিপুর ইস্যু নিয়ে লাগাতার সরব হয়েছে বিরোধীরা।