Air India Crash: কেলেঙ্কারি, এয়ার ইন্ডিয়া বিপর্যয়ে মৃতদেহ অদল-বদল হয়ে গেল!
Air India Crash: গত ১২ জুন আহমেদাবাদের মেঘানিনগরে এয়ার ইন্ডিয়ার বিমান ভেঙে পড়ে। বিমানে ২৪২ জন যাত্রী ছিলেন, তাদের মধ্যে ১ জন যাত্রীই একমাত্র বেঁচেছিলেন। বাকি সকল যাত্রী, বিমানের পাইলট, ক্রুদের মৃত্যু হয়।

লন্ডন: এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনায় পুড়ে গিয়েছিল সব যাত্রীদের দেহ। ডিএনএ পরীক্ষা করে দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছিল দেহ। এবার বিমান দুর্ঘটনায় বিরাট বিভ্রাট সামনে এল। ইংল্যান্ডের দুই যাত্রীর পরিবার দাবি করল, তাদের হাতে ভুল দেহ তুলে দেওয়া হয়েছে।
ইংল্যান্ডের দুই পরিবারের আইনজীবী দাবি করেছেন, তাদের হাতে ভুল দেহ তুলে দেওয়া হয়েছে। ডিএনএ পরীক্ষায় দেখা গিয়েছে, নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে ডিএনএ ম্যাচ করছে না। এই খবর সামনে আসতেই ভারত সরকারের তরফে জানানো হল, এই বিষয়টি নজরে আসার পর থেকেই ইংল্যান্ডের সঙ্গে কাজ করছে।
বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছে, বিমান দুর্ঘটনার পর প্রোটোকল মেনেই নিহতদের চিহ্নিতকরণ করা হয়েছে। সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দেহ তুলে দেওয়া হয়েছিল। ব্রিটিশ কর্তৃপক্ষের সঙ্গে কাজ করা হচ্ছে।
গত ১২ জুন আহমেদাবাদের মেঘানিনগরে এয়ার ইন্ডিয়ার বিমান ভেঙে পড়ে। বিমানে ২৪২ জন যাত্রী ছিলেন, তাদের মধ্যে ১ জন যাত্রীই একমাত্র বেঁচেছিলেন। বাকি সকল যাত্রী, বিমানের পাইলট, ক্রুদের মৃত্যু হয়। আহমেদাবাদের গভর্মেন্ট সিভিল হাসপাতালে ডিএনএ পরীক্ষা হয়েছিল।
সূত্রের খবর, দুর্ঘটনার ভয়াবহতা এতটাই ছিল যে যাত্রীদের দেহের টিস্যু মিশে গিয়েছে। সেই কারণে ডিএনএ অ্যানালিসিসে আলাদা রেজাল্ট এসেছিল।
নিহত ব্রিটিশ যাত্রীদের পরিবারের আইনজীবী জেমস হেইলি জানিয়েছেন, মোট ১২-১৩ জনের দেহাবশেষ পাঠানো হয়েছিল। এর মধ্যে দুই পরিবার জানিয়েছেন, ডিএনএ অ্যানালিসিসে তাঁরা যে দেহ পেয়েছেন, তার সঙ্গে স্যাম্পেল মিলছে না।
যদিও এয়ার ইন্ডিয়ার তরফে এখনও এই বিষয়ে কোনও বিবৃতি দেওয়া হয়নি। দুর্ঘটনার পর এয়ার ইন্ডিয়ার তরফে পরিবার পিছু ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। আপাতভাবে ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা করা হয়েছে।

