Explained: সময়ের আগে উড়েই কি বিপদ ডেকে আনল বোয়িং-৭৮৭?
Air India Plane Crash: বিমান পরিষেবা প্রদানকারী এয়ার ইন্ডিয়া ঘণ্টাখানেকের নিজের সমাজমাধ্য়মে বিমানে থাকা যাত্রী ও ক্রিউ সদস্য়ের সংখ্যা খোলসা করে। তারা জানায়, মোট ২৪২ জন যাত্রী ও ক্রিউ সদস্য-সহ উড়ান দিয়েছিল বোয়িং ৭৮৭।

আহমেদাবাদ: দুপুর ১টা ৩২ মিনিট। আহমেদাবাদের সর্দার বল্লভ ভাই প্যাটেল বিমানবন্দর থেকে উড়ান দিল এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-এর এআই ১৭১ বিমানটি। এরপর ঠিক চার মিনিটের মাথায় বিমানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। ককপিট থেকে শেষবারের জন্য বিমানবন্দরের কন্ট্রোল রুমে এল মেডে কল। তারপরই দেশজুড়ে শিরোনামে এয়ার ইন্ডিয়ার এই লন্ডনগামী বিমান। উড়ানের ঠিক চার মিনিটের মাথায় বিমান সরাসরি গিয়ে ধাক্কা মারে বিমানবন্দর থেকে ১৫ কিলোমিটার দূরে থাকা মেঘানিনগরের বিজে মেডিক্যাল কলেজের হোস্টেলে। তারপরই ভয়াবহ বিস্ফোরণ। নিমিষে ঝলসে গেল বিমানের মধ্য়ে বসে থাকে একের পর এক যাত্রী। নড়ে উঠল গোটা দেশ। ২০১০ সালে ম্য়াঙ্গালুরু বিমানবন্দরে বিমান দুর্ঘটনার ১৫ বছর এতটা ভয়াবহ দুর্ঘটনা দেখল ভারত। বিমান পরিষেবা প্রদানকারী এয়ার...





