‘আইনানুগ পদ্ধতিতেই গ্রেফতার করা হয়েছিল’, স্ট্যান স্বামীর মৃত্যুতে সাফাই বিদেশমন্ত্রকের

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Jul 07, 2021 | 7:14 AM

Centre on Stan Swamy's Death: মঙ্গলবার বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি (Arindam Bagchi ) বলেন, "আইনি প্রক্রিয়া অনুসরণ করেই জেসুইট স্ট্যান স্বামীকে গ্রেফতার করেছিল এনআইএ(NIA)।"

আইনানুগ পদ্ধতিতেই গ্রেফতার করা হয়েছিল, স্ট্যান স্বামীর মৃত্যুতে সাফাই বিদেশমন্ত্রকের
স্ট্যান স্বামীর মৃত্যুর ঘটনায় প্রতিবাদ মিছিল। ছবি:PTI

Follow Us

নয়া দিল্লি: সমাজকর্মী স্ট্যান স্বামী(Stan Swamy)-র মৃত্যু ঘিরে বিপাকে পড়েছে কেন্দ্র। বিরোধী দল থেকে সাধারণ মানুষ, ৮৪ বছরের অসুস্থ ফাদার স্ট্যান স্বামীকে অসুস্থতা সত্ত্বেও জেলবন্দি করে রাখা নিয়ে সমালোচনায় সরব হয়েছেন সকলে। আন্তর্জাতিক মহলেও গোটা ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ হতেই ভাবমূর্তি রক্ষায় ময়দানে নামল বিদেশ মন্ত্রক। তাদের দাবি, “আইনানুগ পদ্ধতিতেই গ্রেফতার করা হয়েছিল স্ট্যান স্বামীকে।”

এলগার পরিষদ মামলায় অভিযুক্ত সমাজকর্মী স্ট্যান স্বামীর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছিল। প্রায় একবছর জেলবন্দু থাকার পর সোমবার সকালে মৃত্যু হয়। করোনাকালে যেখানে বহু দাগী অপরাধীদেরও মুক্তি দেওয়া হয়েছিল, সেখানে স্ট্যান স্বামীর বয়স দেখেও কেন তাঁকে জামিন দেওয়া হল না, তা নিয়ে প্রশ্ন তুলছে গোটা দেশ। রাষ্ট্রপুঞ্জের তরফেও গোটা বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

এরপরই মঙ্গলবার বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি (Arindam Bagchi ) বলেন, “আইনি প্রক্রিয়া অনুসরণ করেই জেসুইট স্ট্যান স্বামীকে গ্রেফতার করেছিল এনআইএ(NIA)। তাঁর বিরুদ্ধে অভিযোগ এতটাই গুরুতর ছিল যে আদালত জামিন দিতে পারেনি। ভারত সরকার আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়, কারোর সাংবিধানিক অধিকার প্রয়োগের বিরুদ্ধে নয়।”

স্ট্যান স্বামীর চিকিৎসা নিয়েও একাধিক প্রশ্ন ওঠায় বিদেশমন্ত্রকের মুখপাত্র জানান, বম্বে হাইকোর্টের নির্দেশ মেনেই স্ট্যান স্বামীকে বেসরকারি হাসপাতালে রেখে পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছিল। এলগার পরিষদ মামলায় ধৃত স্ট্যান স্বামী তালোজা জেলে বন্দি থাকাকালীন শারিরিক অসুস্থতার কারণ দর্শিয়ে একাধিকবার জামিনের আবেদন করলেও প্রতিবারই আদালতের তরফে সেই আর্জি বাতিল করে দেওয়া হয়। গত সপ্তাহেই তিনি অসুস্থ থাকাকীন ফের একবার জামিনের আবেদন করেছিলেন। সেই মামলার শুনানির আগেই জীবন থেকে জামিন নিলেন স্ট্যান স্বামী।

আরও পড়ুন: ‘আমি কোথাও যাচ্ছি না’, বিজেপির সঙ্গে সম্পর্ক জোড়া লাগার জল্পনার মাঝেই ভিন্ন সুর ঠাকরের গলায়!

⇜ TV9 EXCLUSIVE: না পড়লেই নয় ⇝

 

Next Article