Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Amit Shah: ‘কোনও আসন কমবে না’, দক্ষিণে আশ্বস্ত করলেন অমিত শাহ

Amit Shah: আগামী ৪ মার্চ সীমানা পুনর্গঠন নিয়ে একটি সর্বদলীয় বৈঠক ডেকেছেন স্ট্য়ালিন। তিনি বলেছেন, দক্ষিণের রাজ্যগুলির উপর ঝুলছে খোলা তরোয়াল।

Amit Shah: 'কোনও আসন কমবে না', দক্ষিণে আশ্বস্ত করলেন অমিত শাহ
Image Credit source: PTI
Follow Us:
| Updated on: Feb 26, 2025 | 8:59 PM

চেন্নাই: তামিলনাড়ুতে কমানো হতে পারে লোকসভার আসন। এমনই আশঙ্কা প্রকাশ করেছিলেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। বুধবার সেই দাবি উড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্পষ্ট জানালেন যে তামিলনাড়ুর একটি আসনও কমবে না। ডিএমকে নেতা সম্প্রতি সর্বদলীয় বৈঠক ডেকেছিলেন, সেখানেও এমন দাবি করেছিলেন স্ট্যালিন।

বুধবার তিরুবান্নামালাইয়ের কোয়েম্বাটোরে একটি পার্টি অফিসের উদ্বোধনে বিজেপিকর্মীদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে অমিত শাহ বলেন, “তামিলনাড়ুর মানুষ অস্থির হয়ে আছে। তাই তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন ও তাঁর ছেলে উদয়নিধি স্ট্যালিন মানুষের দৃষ্টি ঘোরানোর চেষ্টা করছেন।” তিনি আশ্বস্ত করে বলেন, ‘দক্ষিণের রাজ্যে একটাও সিট কমবে না। এই বিষয়ে কোনও সন্দেহ রাখার দরকার নেই।’ সীমানা পুনর্গঠনের পরও দক্ষিণের কোনও রাজ্যের আসন কমবে না বলে জানিয়েছেন তিনি।

আগামী ৪ মার্চ সীমানা পুনর্গঠন নিয়ে একটি সর্বদলীয় বৈঠক ডেকেছেন স্ট্য়ালিন। তিনি বলেছেন, দক্ষিণের রাজ্যগুলির উপর ঝুলছে খোলা তরোয়াল। তাঁর আশঙ্কা, সংসদে দক্ষিণের প্রতিনিধির সংখ্যা কমবে। তাই কেন্দ্রের বিরুদ্ধে সরব হওয়ার ডাক দিয়েছেন তিনি।

একই সঙ্গে এদিন স্ট্যালিনের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে অমিত শাহ বলেন, ডিএমকে হল দুর্নীতিতে মাস্টার ডিগ্রি। তাঁর দাবি, বালি চুরি, টুজি সহ একাধিক ক্ষেত্রে দুর্নীতি ঘটেছে।