Amit Shah: সীমান্ত সুরক্ষায় কতটা তৎপর SSB, শিলিগুড়িতে কী বার্তা দিলেন অমিত শাহ

Dec 20, 2024 | 3:42 PM

Amit Shah: শিলিগুড়িতে এসএসবি-র ৬১ তম রেইজিং ডে-র অনুষ্ঠান ছিল। সেখানে মঞ্চে দাঁড়িয়ে অমিত শাহ উল্লেখ করেন, সীমান্তে সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এসএসবি-র।

Amit Shah: সীমান্ত সুরক্ষায় কতটা তৎপর SSB, শিলিগুড়িতে কী বার্তা দিলেন অমিত শাহ
শিলিগুড়িতে অমিত শাহ
Image Credit source: TV9 Bangla

Follow Us

শিলিগুড়ি: সশস্ত্র সীমা বল বা এসএসবি-র রেইজিং ডে উপলক্ষে শিলিগুড়িতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সীমান্তের অস্থিরতার মাঝে রাজ্যে এসে অমিত শাহ কী বার্তা দেন, সেদিকে তাকিয়ে ছিলেন অনেকেই। তবে বাংলাদেশ তথা সীমান্ত সম্পর্কে কোনও কথা বলতে শোনা যায়নি তাঁকে। দেশের সুরক্ষায় এসএসবি-র ভূমিকা কী, সে কথাই এদিন বলেন শাহ।

শিলিগুড়িতে এসএসবি-র ৬১ তম রেইজিং ডে-র অনুষ্ঠান ছিল। সেখানে মঞ্চে দাঁড়িয়ে অমিত শাহ উল্লেখ করেন, সীমান্তে সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এসএসবি-র। বিশেষ করে নেপাল ও ভুটানের মতো দেশের সীমান্তে সক্রিয় এসএসবি। এছাড়া বিহারকে মাওবাদী মুক্ত করার ক্ষেত্রেও এসএসবি বিশেষ ভূমিকা নিয়েছিল বলে উল্লেখ করেছেন অমিত শাহ। বিশেষত শিলিগুড়ি করিডর ও ইস্টার্ন রিজিয়নের নিরাপত্তার কথা উল্লেখ করেছেন তিনি।

অমিত শাহ বলেন, “স্থানীয় পুলিশ ও নিরাপত্তা সংস্থার সঙ্গে যেভাবে সংযোগ বজায় রেখেছে এসএসবি, তার জন্যই ছত্তিসগঢ়ে মাওবাদী দমন করা সম্ভব হয়েছে। সীমান্তের কাছে দেশ-বিরোধী কাজ যাতে না হয়, সেদিকে নজর রাখার কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।”

শুধুমাত্র নিরাপত্তা দেওয়াই নয়, সীমান্তবর্তী গ্রামগুলিতে সংস্কৃতি, হেরিটেজ বজায় রাখার ক্ষেত্রেও এসএসবির ভূমিকা অস্বীকার করেননি অমিত শাহ।

Next Article