নয়াদিল্লি: প্রয়াত ইন্ডিয়ান ন্যাশনাল লোকদল নেতা ওম প্রকাশ চৌতালা। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় বর্ষীয়ান নেতার। ৮৯ বছর বয়সে নিজের গুরগাঁওয়ের বাড়িতে প্রাণ ত্যাগ করলেন হরিয়ানা এই প্রাক্তন মুখ্যমন্ত্রী।
১৯৩৫ সালের পয়লা জানুয়ারি জন্ম। বাবা দেবীলালের মতোই পা দিয়েছিলেন রাজনীতিতে। ১৯৮৯ সাল থেকে মোট চারবার মুখ্যমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছিলেন তিনি। ১৯৮৯ সালে প্রথমবার মাত্র ছয় মাসের জন্য দায়িত্ব সামলেছিলেন মুখ্যমন্ত্রীর। এর ঠিক দু’মাস পর ফের মুখ্যমন্ত্রী পদে বসেন তিনি। ইস্তফা দেন তার ঠিক পাঁচ দিনের মাথায়। তৃতীয়বার ১৯৯১ সালে ফের মুখ্যমন্ত্রীর ভার পান তিনি। তবে কিছুদিনের মধ্যেই রাষ্ট্রপতি শাসন শুরু হয়ে যায় হরিয়ানা জেরে। ফলত, ফের পদ খুইয়ে বসেন তিনি।
নিজের রাজনৈতিক জীবনে মোট সাতবার বিধানসভা নির্বাচনে জয় লাভ করেন তিনি। তবে ২০১৩ সালে মহাফাঁপড়ে পড়েন হরিয়ানার এই দাপুটে নেতা। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে নাম জড়ায় ওম প্রকাশ চৌতালা ও তাঁর ছেলে অজয় সিং চৌতালার। মোট ৩ হাজার ২০৬ জনকে বহির্ভূতভাবে নিয়োগ অভিযুক্ত হয়েছিলেন তিনি।
ওই বছরেই দিল্লি কোর্ট চৌতালা ও তাঁর ছেলের বিরুদ্ধে দশ বছরের কারাদণ্ড দেয়। এই মামলায় একই রায় দিয়েছিল শীর্ষ আদালত। ২০১৭ সালে জেল থেকে দ্বাদশ শ্রেণীর পরীক্ষা দিয়েছিলেন তিনি। উত্তীর্ণও হয়েছিলেন সফলভাবে। ২০২২ সালে জেল থেকে আগাম মুক্তি পান তিনি।