শ্রীনগর: একের পর এক জঙ্গি হানায় উত্তপ্ত পরিস্থিতিতেই তিন দিনের কাশ্মীর সফরে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (HM Amit Shah)। আজ সকালেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিশেষ বিমান উপত্যকার মাটিতে অবতরণ করে। ৩৭০ ধারা (Article 370) অবলুপ্তির পর এই প্রথম কাশ্মীর সফর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। তাঁর সফর ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। কাশ্মীরে (Jammu and Kashmir) পৌঁছেই একের পর এক জঙ্গি হানা, বিচ্ছিন্নতাবাদীদের আস্ফালন, জঙ্গি হানায় নাগরিকদের মৃত্যু, সীমান্তবর্তী এলাকায় বেআইনি অনুপ্রবেশ সহ বিভিন্ন বিষয় নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে পৌরহিত্য করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
স্বরাষ্ট্র মন্ত্রকের (Home ministry) এক সিনিয়র আধিকারিক জানিয়েছেন, কেন্দ্রীয় সরকারের নানাবিধ প্রচেষ্টা, কাশ্মীরে বিশাল সংখ্যায় মোতায়েন করা নিরপত্তারক্ষী থাকা সত্ত্বেও কেন উপত্যকায় সন্ত্রাসবাদ ও বিচ্ছিন্নতাবাদীরা মাথা চাড়া দিয়ে উঠছে এই বিষয় নিয়েই বৈঠকে আলোচনা হয়েছে।
সরকারের তরফে পাওয়া পরিসংখ্যান অনুযায়ী, এখনও অবধি চলতি বছরে উপত্যকায় জঙ্গি হানায় ৩২ জন নাগরিক প্রাণ হারিয়েছে, গত বছর সংখ্যাটা ছিল ৪২। চলতি বছরের নয় মাসে সন্ত্রাসবাদীরা ৬৩ টি আক্রমণ চালিয়েছে এবং সন্ত্রাসীদের দ্বারা সংঘটিত নৃশংসতার ২৮ টি ঘটনা নথিভুক্ত করা রয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রকের ওই সিনিয়র আধিকারিক জানিয়েছেন, “জম্মু কাশ্মীর সকলের জন্য নিরপাদ। বরাবরই এই বার্তাই দিয়ে এসেছে কেন্দ্রীয় সরকার। সেখানে একের পর এক জঙ্গি হানায় কাশ্মীরের সংখ্যালঘু ও বহিরাগতদের মৃত্যুর ঘটনা কাশ্মীরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। এই পরিস্থিতি কেন্দ্রীয় সরকারের জন্য যথেষ্ট উদ্বেগের। তাই আগামীদিনে কিভাবে এই জাতীয় সন্ত্রাসবাদী কার্যকলাপ রোখা যায়, সেই নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।” জানা গিয়েছে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এনকাউন্টার ও সন্ত্রাস বিরোধী অভিযান নিয়ে ব্যাখ্যাও চেয়েছেন।
কাশ্মীরে উপস্থিত নিরাপত্তা বাহিনী এবং গোয়েন্দা সংস্থার আধিকারিকদের থেকে পাওয়া তথ্য থেকে সরকার বুঝতে পেরেছে বিচ্ছিন্নতাবাদী কাশ্মীরের প্রধান সমস্যা এবং এই বিচ্ছিন্নতাবাদীরা উগ্রপন্থাকে প্রশ্রয় দিচ্ছে। কাশ্মীরে বসবাসকারীদের অনেকেও এই বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে যুক্ত। এই গোয়েন্দা রিপোর্ট সরকারের উদ্বেগ আরও বাড়িয়ে তুলেছে জানা গিয়েছে।
সরকারী পরিসংখ্যান থেকে জানা গিয়েছে, কাশ্মীরে বসবাসকারী ৯৭ জন যুবক সন্ত্রাসবাদীদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য নিজেদের বাড়িঘর ছেড়েছিলেন। এদের মধ্যে ৫৬ জনকে নিষ্ক্রিয় করা হয়েছে। তাদের থেকে উদ্ধার করা পিস্তল থেকে সহজেই আন্দাজ করা যায় যে তারা ক্রমশই হিংস্র হয়ে উঠেছেন। এমনটাই জানিয়েছেন কাশ্মীরে কর্মরত নিরাপত্তা বাহিনীর এক অফিসার। গত বছরে জঙ্গি সংগঠনের যোগ দেওয়ার সংখ্যাটা ছিল আরও বেশি। মোট ১৭৮ জন জঙ্গিদের সঙ্গে যোগ দিয়েছিলেন এবং তাদের মধ্যে ১২১ জনকে নিষ্ক্রিয় করা সম্ভব হয়েছে
আরও পড়ুন ‘আমি আছি তো’ গদ্দারদের দলে ঢোকানো নিয়ে কী এমন বললেন অভিষেক!