মধ্যরাতে শুনানি শেষে বেরোন অনুব্রত
নয়া দিল্লি : ইডি হেফাজতের নির্দেশ দেওয়া হল গরু পাচার মামলার অন্যতম অভিযুক্ত অনুব্রত মণ্ডলকে। মঙ্গলবার দিল্লি নিয়ে যাওয়ার পর কোনও সময় নষ্ট না করতেই রাতেই শুনানির ব্যবস্থা করা হয় দিল্লিতে। অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) দিল্লি পৌঁছনোর কয়েক ঘণ্টার মধ্যেই তাঁকে ভার্চুয়ালি পেশ করা হয় বিচারকের সামনে। রাউস অ্যাভিনিউ আদালতের সেই শুনানির মাঝপথেই নাটকীয় মোড়। শুনানি বন্ধ করেই অনুব্রত মণ্ডলকে বিচারকের বাড়িতে নিয়ে যায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
এদিন ভার্চুয়াল শুনানি শুরু হওয়ার পরই সশরীরে হাজিরার পক্ষে সওয়াল করেন অনুব্রতর আইনজীবী মুদিত জৈন। সেই সওয়াল-জবাব চলাকালীন বিচারক রাকেশ কুমার বলেন, ‘রাতে আমার বাড়িতে অভিযুক্তকে নিয়ে আসবেন? চলে আসুন।’ উত্তরে ইডি-র আইনজীবী বলেন, ‘আপনি বললে আজ রাতেই অভিযুক্তকে নিয়ে আপনার বাড়িতে চলে যেতে রাজি।’ এরপরই সিদ্ধান্ত হয় বিচারকের বাড়িতে নিয়ে যাওয়া হবে।
কী কী হল শুনানিতে, দেখুন একনজরে:
- রাত সাড়ে ১১ টায় অনুব্রতকে কোর্টে পেশ করা হয়। ভিডিয়ো কনফারেন্সিং-এর মাধ্যমে আদালতে পেশ করা হয় তাঁকে।
- ১৪ দিন হেফাজতে নিয়ে জেরা করার আবেদন জানানো হয় ইডি-র তরফে।
- অনুব্রতর আইনজীবী এদিন ভার্চুয়াল শুনানির বিরোধিতা করেন। প্রথম হাজিরা সশরীরেই করতে হবে, আদালতে দাবি করেন আইনজীবী। পাশাপাশি বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর আর্জিও জানান।
- ইডির আইনজীবী দাবি করেন, করোনার সময় থেকেই ভার্চুয়াল শুনানি চলছে। এই নিয়ম বৈধ। ইডি জানায়, আগামী ৯ মার্চ অনুব্রত মণ্ডলকে সশরীরে আদালতে হাজির করা হবে।
- বিচারক রাকেশ সিং বলেন, ‘রাতে আমার বাড়িতে অভিযুক্তকে নিয়ে আসবেন? চলে আসুন।’ ইডির আইনজীবী নীতেশ রাণা বলেন, ‘আপনি বললে আজ রাতেই অভিযুক্তকে নিয়ে আপনার বাড়িতে চলে যেতে রাজি।’ এরপরই বিচারকের কথা অনুযায়ী সিদ্ধান্ত হয়, আধ ঘন্টার মধ্যে বিচারকের বাসভবনে হাজির হবে সবাই।
- প্রবর্তন ভবন থেকে রাত ১২ টার কিছু পর অনুব্রতকে নিয়ে বেরোয় ইডি-র গাড়ি।
- রাত ১ টার পর বিচারকের বাড়িতে পৌঁছয় ইডি। কার্যত মধ্যরাতে শুনানি বিচারকের বাড়িতে।
- শুনানি শেষে ১০ মার্চ পর্যন্ত অনুব্রত মণ্ডলকে ইডি হেফাজতের নির্দেশ দিলেন বিচারক।
- অনুব্রত বিচারককে জানিয়েছেন, তাঁর শরীর ভাল নেই। শ্বাসকষ্টের সমস্যা রয়েছে।
- আদালতের নির্দেশ অনুযায়ী, ইডি হেফাজতে থাকাকালীন প্রতিদিন অনুব্রত হাসপাতালে নিয়ে যাওয়া হবে স্বাস্থ্য পরীক্ষার জন্য। এছাড়া, ইডি হেফাজতে জেরার সময় থাকতে পারবেন অনুব্রতর আইনজীবী।