আসানসোল: ‘শরীর ঠিক নেই’, আসানসোল থেকে দিল্লি, হাসপাতাল থেকে আদালত সব জায়গাতেই এই কথা বলতে শোনা গিয়েছে অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal)। এবার দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে গিয়েও চিকিৎসকদের শারীরিক অসুস্থতার কথা জানালেন কেষ্ট। বুকে ব্যাথা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। আদালতের নির্দেশ মতো ইডি হেফাজতে থাকাকালীন প্রতিদিন স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হচ্ছে অনুব্রত মণ্ডলকে। বৃহস্পতিবার সকালেও ইডি দফতর থেকে তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এদিন ১ ঘণ্টারও বেশি সময় ধরে পরীক্ষা করা হয় তাঁর।
বৃহস্পতিবার দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালের চিকিৎসকদের কাছে অনুব্রত মণ্ডল জানিয়েছেন, তাঁর বুকে ব্যথা হচ্ছে, সঙ্গে শ্বাসকষ্টও আছে। এ কথা শুনেই সঙ্গে সঙ্গে তাঁর ইসিজি ও ইকো কার্ডিওগ্রাম করার ব্যবস্থা হয় হাসপাতালে। সূত্রের খবর, রিপোর্ট দেখার পরে চিকিৎসকরা জানিয়েছেন অনুব্রতকে এখনই হাসপাতালে ভর্তি করার মত কোনও বড় সমস্যা নেই। এদিন প্রায় ১ ঘণ্টা ১৫ মিনিট ধরে শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে বীরভূমের তৃণমূল সভাপতির। সাধারণত প্রেশার, ডায়াবেটিস, ওজন এসবই পরীক্ষা করা হয়।
এদিন সকাল ১০ টা নাগাদ হাসপাতালে প্রবেশ করে অনুব্রত গাড়ি। ভিতরে সবুজ পাঞ্জাবি পরে বসেছিলেন কেষ্ট মণ্ডল। একবারও কাচ নামাননি তিনি। প্রথম দিনের জেরায় যে তিনি বিধ্বস্ত, তা তাঁর চোখে মুখে স্পষ্ট। থমথমে মুখে এদিন বসে থাকতে দেখা যায় তাঁকে।
দিল্লি নিয়ে যাওয়ার পরই অনুব্রতর শারীরিক পরীক্ষা হয়। পরে শুনানি চলাকালীন অনুব্রত বিচারককে বলেন, শরীর ঠিক নেই। এরপরই বিচারক নির্দেশ দেন, ইডি হেফাজতে থাকাকালীন প্রতিদিন স্বাস্থ্য পরীক্ষা হবে তাঁর। এর আগে আসানসোল আদালতে অনুব্রত জানিয়েছিলেন, তাঁর ফিসচুলা ফেটে রক্ত বেরচ্ছে। তবে সেখানেও চিকিৎসকেরা পরীক্ষা করে ভয়ের কিছু দেখতে পাননি।