Sikkim Flood: সিকিমে আটকে পড়েছেন পরিজন? এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Oct 06, 2023 | 12:11 PM

Army Evacuation: সেনার তরফে এ দিন বিবৃতি জারি করে জানানো হয়, সিকিমের লাচুং ও লাচেনে যত পর্যটক আটকে রয়েছেন, তাদের তালিকা তৈরি করা হয়েছে। দ্রুত তাদের উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে। আটকে পড়া পর্যটকদের পরিজনদের সঙ্গেও কথা বলানোর ব্য়বস্থা করা হচ্ছে।

Sikkim Flood: সিকিমে আটকে পড়েছেন পরিজন? এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন
আটকে পড়া পর্যটকদের পরিজনদের সঙ্গে কথা বলাচ্ছেন সেনা।
Image Credit source: PTI

Follow Us

গ্যাংটক: বিধ্বস্ত সিকিম (Sikkim)। মঙ্গলবার রাতের হড়পা বানে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তর সিকিম (North Sikkim)। সিংথামের কাছে একটি সেনা ছাউনিও ভেসে যায়। তিস্তা নদীর গ্রাসে চলে গিয়েছে ১০ নম্বর জাতীয় সড়কের একটা বড় অংশ। মৃতের সংখ্যা ক্রমশ বাড়ছে। এখনও অবধি ১৯ জনের দেহ উদ্ধার হয়েছে, নিখোঁজ শতাধিক। ইতিমধ্যেই উদ্ধারকাজ শুরু হয়েছে। বায়ুসেনার তরফে হেলিকপ্টার পাঠানো হচ্ছে আকাশপথে উদ্ধারকাজ চালানোর জন্য। এবার সেনাবাহিনীর (Indian Army) তরফে সিকিমে আটকে থাকা পর্যটকদের সাহায্যের জন্য একটি হোয়াটসঅ্যাপ নম্বরও (WhatsApp Number) চালু করা হল। এই নম্বরে যোগাযোগ করলে নিখোঁজ বা আটকে পড়া পর্যটকদের সম্পর্কে বিস্তারিত তথ্য় জানাবে সেনাবাহিনী। 

সেনার তরফে এ দিন বিবৃতি জারি করে জানানো হয়, সিকিমের লাচুং ও লাচেনে যত পর্যটক আটকে রয়েছেন, তাদের তালিকা তৈরি করা হয়েছে। দ্রুত তাদের উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে। আটকে পড়া পর্যটকদের পরিজনদের সঙ্গেও কথা বলানোর ব্য়বস্থা করা হচ্ছে। যদি কারোর পরিবারের কোনও সদস্য সিকিমে গিয়ে আটকে পড়েন এবং তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব না হয়, তবে সেনাবাহিনীর তরফে একটি হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া হয়েছে। এই নম্বরে যোগাযোগ করলে, নিখোঁজ বা আটকে পড়া পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের ব্যবস্থা করে দেবে সেনাবাহিনী। এই ফোন নম্বরটি হল ৯৯০৬২০০২০৫।   

এ দিন সিকিমের এক প্রশাসনিক সূত্রে জানানো হয়, উদ্ধারকাজে বায়ুসেনার তিনটি এমআই-১৭ হেলিকপ্টার নামানোর ব্যবস্থা করা হচ্ছে। হেলিকপ্টারে করেই ত্রাণ সামগ্রীও বিলি করা হবে। তবে মেঘলা আকাশ, কুয়াশা ও বৃষ্টির কারণে উদ্ধারকাজ কঠিন হয়ে উঠছে। সেনার তরফে জানানো হয়েছে, বয়স্ক ও আহতদের উদ্ধার এবং তাদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করাই প্রধান লক্ষ্য। লাচুং, লাচেং থেকে উদ্ধার করে মঙ্গনের রিঙ্ঘিম এলাকায় নিয়ে আসা হবে। সেখান থেকে তাদের গ্যাংটকে আনা হবে।

জানা গিয়েছে, একটি কপ্টার লাচেং-এ রয়েছে, বাকি দুটি বাগডোগরায় রয়েছে। বাগডোগরায় অপেক্ষা করছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর একটি দলও। তাদের কপ্টারে করে সিকিমে আনা হবে।

Next Article