AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ডিউটিতে যোগ দিতে যাচ্ছিলেন, সেনা জওয়ানকে পোলে বেঁধে মার টোল কর্মীদের!

Army Jawan Attacked: পুলিশ সুপার জানিয়েছেন, ওই ভাইরাল ভিডিয়োর ভিত্তিতে এফআইআর দায়ের করা হয়েছে। টোল বুথের সিসিটিভি ফুটেজ দেখে চারজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি অভিযুক্তদের খোঁজেও তল্লাশি চলছে।

ডিউটিতে যোগ দিতে যাচ্ছিলেন, সেনা জওয়ানকে পোলে বেঁধে মার টোল কর্মীদের!
সেনা জওয়ানকে মারধর।Image Credit: X
| Updated on: Aug 18, 2025 | 11:37 AM
Share

লখনউ: রাস্তায় বেঁধে রেখে সেনা জওয়ানকে মারধর। টোল বুথে বচসা নিয়ে এক সেনা জওয়ানকে পোলে বেঁধে রেখে, বেধড়ক মারধর করা হয়। ঘটনার ভিডিয়ো ভাইরাল হতেই পুলিশ ওই টোল বুথের ৪ কর্মীকে গ্রেফতার করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের মিরাটে।  আক্রান্ত জওয়ানের নাম কপিল কাভাদ। তিনি ভারতীয় সেনার রাজপুত রেজিমেন্টের সদস্য। শ্রীনগরে পোস্টিং ছিল তাঁর। ছুটিতে বাড়ি এসেছিলেন ওই জওয়ান। ডিউটিতে যোগ দেওয়ার জন্য দিল্লি বিমানবন্দরে যাচ্ছিলেন। উত্তর প্রদেশের মিরাটের ভুনি টোল বুথে তারা দীর্ঘ জ্যামে আটকে পড়েন। দেরি হলে ফ্লাইট মিস হয়ে যাবে, এই ভেবে উদ্বিগ্ন হয়ে পড়েন ওই সেনা জওয়ান। গাড়ি থেকে নেমে তিনি টোল বুথের কর্মীদের সঙ্গে কথা বলতে যান।

তবে সেখানে গিয়ে ওই সেনা জওয়ানের সঙ্গে টোল বুথের কর্মীদের বচসা বেধে যায়। কপিল ও তাঁর খুড়তুতো ভাইকে কমপক্ষে ৫ জন কর্মী মিলে মারধর করেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, ওই সেনা জওয়ানকে একটি পোস্টে হাত মুড়িয়ে দাঁড় করে রাখা। পিছন থেকে একজন হাত আটকে রেখেছেন, বাকিরা মারধর করছেন লাঠি দিয়ে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কপিল টোল বুথে গিয়ে জানিয়েছিলেন, তাঁর গ্রাম সামনেই, এটা টোলের অধীনে পড়ে না। তবে টোল বুথের কর্মীরা তাঁর যুক্তি শুনতে চাননি। এরপরই বচসা শুরু হয়।

পুলিশ সুপার জানিয়েছেন, ওই ভাইরাল ভিডিয়োর ভিত্তিতে এফআইআর দায়ের করা হয়েছে। টোল বুথের সিসিটিভি ফুটেজ দেখে চারজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি অভিযুক্তদের খোঁজেও তল্লাশি চলছে।