AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ashni Drone: ‘তেজ’ দেখাবে অশনি, প্রথমবার প্রকাশ্যে সেনার ড্রোন বাহিনীর দক্ষতা

Ashni Drone Platoon: এই ড্রোন সিয়াচেনের ১৭ হাজার ফুট উঁচুতেও ৫০ কিলোগ্রামের উপর বিস্ফোরক নিয়ে উড়তে পারবে। আগামীতে কোনও যুদ্ধে কামান-বন্দুক-গোলাবারুদ-বিমানের চেয়েও জরুরি হবে 'ড্রোন'। আগাম আঁচ করেই অপারেশন সিঁদুর-এর পর ড্রোন বাহিনী তৈরির তোড়জোড় শুরু হয়।

Ashni Drone: 'তেজ' দেখাবে অশনি, প্রথমবার প্রকাশ্যে সেনার ড্রোন বাহিনীর দক্ষতা
প্রথমবার প্রকাশ্যে দক্ষতা দেখাল অশনি ড্রোন
| Edited By: | Updated on: Nov 24, 2025 | 3:07 AM
Share

নয়াদিল্লি:  তৃতীয় চোখ। অশনি প্ল্যাটুন। শত্রুপক্ষের গতিবিধির উপর নজর রাখা ও লক্ষ্যে নির্ভুল আঘাত হানতে সক্ষম ভারতীয় সেনার এই অশনি প্ল্যাটুনের দক্ষতা প্রথমবার প্রকাশ্যে এল। ড্রোন বাহিনীর দক্ষতা খতিয়ে দেখলেন খোদ ওয়েস্টার্ন কম্যান্ড চিফ লেফটেন্যান্ট জেনারেল মনোজ কুমার কাটিয়ার।

অশনি সংস্কৃতি শব্দ। মানে বজ্রপাতের ঝলকানি। হিন্দিতে এর অর্থ আগুনের তেজ। ‘অপারেশন রামপ্রহার’-এ সেই অশনি ড্রোন প্ল্যাটুনের কর্মদক্ষতা দেখলেন ওয়েস্টার্ন কম্যান্ডের প্রধান। ‘ইলেক্ট্রনিক ওয়ারফেয়ার’-এর জন্য সেনার ইনফ্যান্ট্রি ব্যাটেলিয়নের নয়া প্ল্যাটুন এই ড্রোন বাহিনী।

রিয়্যাল টাইম নজরদারি, শত্রুর ঘাঁটির রেকি ও হামলায় দক্ষ এই ড্রোন বাহিনী। এটি ওয়েস্টার্ন কমান্ডের খড়গ কোর-এর অধীনে রাম বাহিনীর। পাশাপাশি বিশেষ ভৈরব বাহিনী ও রুদ্র ব্রিগেডেও জুড়ছে এই ড্রোন-সেনা। বাহিনীর হাতে এসেছে আইআইটি কানপুরের তৈরি দেশীয় প্রযুক্তির ‘সবল-৫০’ ড্রোন।

এই ড্রোন সিয়াচেনের ১৭ হাজার ফুট উঁচুতেও ৫০ কিলোগ্রামের উপর বিস্ফোরক নিয়ে উড়তে পারবে। আগামীতে কোনও যুদ্ধে কামান-বন্দুক-গোলাবারুদ-বিমানের চেয়েও জরুরি হবে ‘ড্রোন’। আগাম আঁচ করেই অপারেশন সিঁদুর-এর পর ড্রোন বাহিনী তৈরির তোড়জোড় শুরু হয়। জানা গিয়েছে, ৩৮০টি বিশেষ ড্রোন প্ল্যাটুন প্রস্তুত এখনই। প্রতি প্ল্যাটুনে ২৫ জন দক্ষ সেনা থাকছে। 

কীভাবে কাজ করবে?

AI প্রযুক্তির সাহায্যে টার্গেটকে চিহ্নিত করে নিজেই হামলা করতে পারবে সেনার এই ড্রোন। যে কোনও জটিল পরিস্থিতি কিংবা ভিড়ে ঠাসা বসতির মাঝেও নিখুঁত লক্ষ্যে আঘাত করতে পারবে। কোথাও শত্রু-র মাইন কিংবা IED পোঁতা থাকলেও আগাম সতর্ক করে দেবে এই ড্রোন।

বিশেষজ্ঞরা বলছেন, দেশীয় সরঞ্জামে ভারতীয় সেনা ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে। সেখানে এই ড্রোন ভারতীয় সেনার শক্তি আরও বাড়াবে।