৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেলেন অর্ণব গোস্বামী

tista roychowdhury |

Nov 27, 2020 | 8:28 AM

ডিভিশন বেঞ্চের তরফে বিচারপতি চন্দ্রচূড় আরও বলেন “মতাদর্শের পার্থক্য থাকতেই পারে। কিন্তু , সাংবিধানিক অধিকার সকলের জন্যেই সমান।আপনার যদি কোনও চ্যানেল ভাল না লাগে দেখবেন না। আমিও তো দেখি না।"

৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেলেন অর্ণব গোস্বামী
অর্ণব গোস্বামী

Follow Us

TV9 বাংলা ডিজিটাল : অন্তর্বর্তীকালীন মামলায় জামিন পেলেন রিপাবলিক চ্যানেলের ( Republic TV) এডিটর-ইন-চিফ অর্ণব গোস্বামী (Arnab Goswami)। ২০১৮ সালে ইন্টিরিয়র ডিজাইনার অন্বয় নায়েক ও কুমুদ নায়েককে আত্মহত্যায় (Anvay Naik Suicide Case)  প্ররোচনা দেওয়ার অভিযোগে গত ৪ নভেম্বর অর্ণব-সহ ফিরোজ শেখ ও নীতীশ সারদাকে গ্রেফতার করে আলিবাগ পুলিস (Alibag Police) । সেই গ্রেফতারির বিরুদ্ধে বম্বে হাইকোর্টে (Mumbai High Court) জামিনের আর্জি জানিয়েছিলেন অর্ণব । আবেদন খারিজ হয়ে গেলে , সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন গোস্বামী।

বুধবার সকালে সাংবাদিক অর্ণব গোস্বামীর জামিন মঞ্জুর করে শীর্ষ আদালত ( Supreme Court) । ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পান অর্ণব ও আরও দুই অভিযুক্ত। শীর্ষ আদালতের জানায়, নিম্ন আদালতে জামিন মঞ্জুর হতে অনেক সময় লাগত। তাই এই ব্যবস্থা । অর্ণবের আইনজীবী হরিশ সালভে জানান, পুনর্তদন্তের ক্ষমতাকে অপব্যবহার করা হয়েছে । সুপ্রিমকোর্ট বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়  (D Y Chandrachud) ও বিচারপতি ইন্দিরা ব্যানার্জি বেঞ্চের পর্যবেক্ষণ, টাকা না দেওয়ার জন্য কেউ আত্মহত্যা করেছে মানেই আত্মহত্যায় প্ররোচনা দেওয়া নয়। তথ্যপ্রমাণ না থাকলে এই মামলা রুজু করা যায়না এমনটাই জানিয়েছে সর্বোচ্চ আদালত ।

ডিভিশন বেঞ্চের তরফে বিচারপতি চন্দ্রচূড় আরও বলেন “মতাদর্শের পার্থক্য থাকতেই পারে। কিন্তু , সাংবিধানিক অধিকার সকলের জন্যেই সমান। উপযুক্ত ও ন্যায্য তদন্তের অধিকারী অভিযুক্ত। আপনার যদি কোনও চ্যানেল ভাল না লাগে দেখবেন না। আমিও তো দেখি না। ” তিনি আরও বলেন , “আমরা যদি এই মামলায় হস্তক্ষেপ না করি , তবে আমরা ধ্বংসের পথে হাঁটব।”

আলিবাগের যে জেলে অর্ণবকে রাখা হয়েছিল সেই জেল কর্তৃপক্ষ ও কমিশনারের উদ্দেশে আদালত জানায় অর্ণব, ফিরোজ ও নীতীশের আরও দুদিন দেরিতে জামিন হোক তা চায় না আদালত । তাই অতি দ্রুততার সঙ্গে সিদ্ধান্ত নিয়েছে আদালত।

Next Article